এবার মুম্বাই দলে নেবে এই তারকা বোলারকে, দলকে জেতাতে মরিয়া পদক্ষেপ রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর চলতি মরশুমে, রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স দলের অবস্থা খুবই খারাপ। দলটি এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। সবচেয়ে বেশি (৫ বার) আইপিএল ট্রফি বিজয়ী মুম্বাই দল এখনও 15 তম মরশুমে অন্তত একটি ম্যাচে জয় পাওয়ার দিকে তাকিয়ে আছে। বেশ কিছু হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বাই নিজেদের জঘন্য বোলিংয়ের জন্য হেরেছে। এদিকে খবর আসছে, অভিজ্ঞ পেস বোলার ধাওয়ান কুলকার্নিকে দলে চাইছেন রোহিত শর্মা। জরুরি ভিত্তিতে মুম্বাই দলে অন্তর্ভুক্ত হতে পারেন এই বোলার।

কুলকার্নি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। ৩৩ বছর বয়সী কুলকার্নি বর্তমানে আইপিএল ২০২২ মরশুমে একটি হিন্দি ধারাভাষ্য দলের সাথে জড়িত। নিলামে নাম থাকলেও তাকে নেওয়ার জন্য কোনও দলই আগ্রহ দেখায়নি। ধাওয়াল কুলকার্নি মুম্বাইয়ের ক্রিকেটার। এমতাবস্থায় মুম্বাইয়ের তিন মাঠ ওয়াংখেড়ে, বেবোর্ন এবং ডি ওয়াই পাটিল স্টেডিয়াম তার হাতের তালুর মতোই পরিচিত। তার অভিজ্ঞতার ফলে রোহিত অনেকটাই লাভবান হতে পারেন।

   

rohit sharma and dhawal kulkarni

কুলকার্নি এখন পর্যন্ত আইপিএলে ৯২ টি ম্যাচ খেলে ৮৬ টি উইকেট নিয়েছেন। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন। কুলকার্নিকে ২০২০ মরশুমে মুম্বাই দল ৭৫ লাখ টাকায় কিনেছিল। এর পরে, তিনি ২০২১ মরসুমেও মুম্বাই দলেরও অংশ ছিলেন। মুম্বাইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি।

ধাওয়াল কুলকার্নি ভারতীয় দলের হয়ে ১২ টি একদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১২ টি ওয়ান ডে-তে তিনি ১৯টি উইকেট এবং টি-টোয়েন্টিতে তিনটি উইকেট নিয়েছেন। এই ফাস্ট বোলার চলতি মরশুমে মুম্বাইয়ের হয়ে ৩টি রঞ্জি ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর