MI বনাম CSK! নড়বড়ে রোহিতদের মুখোমুখি চনমনে ধোনিবাহিনী! আজ তফাৎ গড়তে পারেন এই ২ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) এল ক্লাসিকো। চলতি মরশুমের দ্বাদশ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস (CSK) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুই দলই যদিও হার দিয়ে চলতি মরশুমে নিজেদের যাত্রা শুরু করেছে। কিন্তু চেন্নাই ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে ছন্দে ফিরেছে। অপরদিকে মুম্বাই দীর্ঘ বিরতির পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নিজেদের ঘরের মাঠেই।

পিচ রিপোর্ট: মুম্বাইয়ের পিচে বড় রানের ম্যাচ দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণত ম্যাচের শুরুর দিকে পেসাররা কিছুটা সাহায্য পেতে থাকেন। তাই যে দলই টস জিতবে তারা প্রথমে বোলিং করে পরে রান তাড়া করতে চাইবেন। পরিসংখ্যানও বলছে যে ওয়ান খেল স্টেডিয়ামে সাধারণত রান তারা করা দলেই বেশি ম্যাচ জিতেছে।

নজর কাদের ওপর? মুম্বাই এখনো পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছে। তাই তাদের নিয়ে এখনই বড় কোন ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। তবে ফর্মে থাকা তিলক ভার্মা আজও মুম্বাইয়ের বড় ভরসা হয়ে উঠতে পারে। সেইসঙ্গে টসে দেখতে পারলে চেন্নাইয়ের টপ অর্ডারের দুর্দান্ত ফর্মে থাকা দুই ওপেনারকে থামাতে বড় ভূমিকা নিতে পারেন জোফ্রা আর্চারও। অপরদিকে আজকের ম্যাচেও চেন্নাই অনেকটা ভরসা করে থাকবে ফর্মে থাকা ওপেনার রুতুরাজ গায়কোয়াডের ওপর। সেইসঙ্গে বল হাতে রাজ্যবর্ধন হাঙ্গেরেকরের কাঁধে থাকবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের থামানোর দায়িত্ব।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, ঋত্বিক শকিন, পীযুষ চাওলা, জোফ্রা আর্চার, অর্শদ খান

সিএসকে সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, মঈন আলী, আম্বাতি রায়ডু, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজ্যবর্ধন হাঙ্গেরেকর

Reetabrata Deb

সম্পর্কিত খবর