সলমনের হাত বহুদূর, বিগ বসে এন‍ট্রি নিচ্ছেন মিয়া খলিফা! নিজেই মুখ খুললেন প্রাক্তন পর্নস্টার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস (Bigg Boss) এমন একটি শো যা নিয়ে বিতর্কের অন্ত নেই। আবার তেমনি শোটি নিয়ে চর্চাও কম হয় না। মূলত বিতর্ক, কেচ্ছা বেচেই টিআরপি তোলে এই রিয়েলিটি শো‌। আর তাতে আরো ইন্ধন জোগান সঞ্চালক সলমন খান (Salman Khan) নিজে। এবারের সিজন শুরুর আগে থেকেই বিতর্কিত। কারণ এবারে বিগ বসের অন‍্যতম প্রতিযোগী প্রাক্তন পরিচালক সাজিদ খান।

মিটু অভিযুক্ত সাজিদকে শো থেকে বের করার জন‍্য অনেক দিন ধরেই দাবি উঠছে বলিউড তথা দর্শকদের একটা বড় অংশের তরফে। কিন্তু নির্মাতাদের সেদিকে কর্ণপাত করার বিন্দুমাত্রও লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ‍্যেই জল্পনা আরো বাড়িয়ে সামনে এল এমন একটা নাম যা শুনেই চমকেছেন দর্শকরা।


প্রায় ৫০ দিন হয়ে গেল শুরু হয়েছে বিগ বস সিজন ১৬। শোয়ের প্রথম ওয়াইল্ড কার্ড এনট্রি কে হবে তাই নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা কল্পনা চলছে দর্শকদের মধ‍্যে। এর মধ‍্যেই খবর ছড়িয়েছে, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফাকে (Mia Khalifa) নাকি ওয়াইল্ড কার্ড এনট্রি হিসাবে দেখা যাবে সলমনের শোতে।

খবর কি সত‍্যি নাকি স্রেফ গুজব? উত্তর দিয়েছেন মিয়া নিজেই। হ‍্যাঁ, গুঞ্জন পৌঁছেছে তাঁর কানেও। তাই বিষয়টা বেশিদূর গড়ানোর আগেই মুখ খুলেছেন তিনি। টুইটে মিয়া লিখেছেন, ‘একটা কথা স্পষ্ট জানিয়ে দিই। আমি কোনোদিন ভারতে পা রাখব না। তাই যেই এটা বলে থাকুক না কেন যে আমি বিগ বসে আসার জন‍্য ‘আগ্রহ দেখিয়েছি’, তাকে বরখাস্ত করা উচিত’।

https://twitter.com/miakhalifa/status/643855973736710144?t=ogSPKPRi-18fVG9egz8Cmw&s=19

তবে মিয়ার এই টুইটটি কয়েক বছরের পুরনো, ২০১৫ সালের। আসলে মিয়ার বিগ বসে যোগ দেওয়ার গুঞ্জন এই প্রথম উঠছে না। বিগত বেশ কয়েক বছর ধরেই এমন জল্পনা উঠেছে এবং প্রতিবারই মিয়া জল ঢেলেছেন সমস্ত জল্পনায়। তবুও গুঞ্জন বন্ধ হওয়ার নাম নেই। অবশ‍্য এবারে এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি মিয়া।

X