শিঙারা, গুলাব জামুন দিয়ে দারুন ভোজ মিয়ার, কৃষকদের সমর্থনে পোস্ট করলেন নয়া ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক মহলে কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে উত্তেজনা যত বাড়ছে ভারতের অস্বস্তিও বেড়ে চলেছে সেই সঙ্গে। রিহানা, গ্রেটা থুনবার্গ, অস্কার জয়ী অভিনেত্রী সুজান স‍্যারান্ডন সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন ব‍্যক্তিত্ব সরব হয়েছেন কৃষকদের সমর্থনে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফাও (mia khalifa)।

এর আগেই কৃষক আন্দোলনকে সমর্থন করে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিয়া। এবার ফের একবার এই ইস‍্যুতে সুর চড়ালেন তিনি। নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি ভিডিও (video) শেয়ার করেছেন মিয়া। সেখানে শিঙারা, গুলাব জামুন সহ ভারতীয় খাবার খেতে দেখা যাচ্ছে তাঁকে। ক‍্যাপশনে অসাধারন খাবারের জন‍্য ধন‍্যবাদও জানিয়েছেন তিনি। মিয়ার এই টুইট ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।


এর আগে ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল‍্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’ আরো একটি টুইট করেছেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’

https://twitter.com/miakhalifa/status/1358248121856184322?s=19

মিয়ার এই টুইট তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। এরপরেই ভারতে চরম বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। জ্বালানো হয় মিয়ার পোস্টার। তাঁকে হুঁশে ফিরতে বলে প্ল‍্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় বহু মানুষ। তারপরেও নিজের অবস্থান থেকে নড়েননি মিয়া। টুইট করে তিনি জানান, হুঁশে ফিরেছেন এবং এখনো কৃষকদেরই সমর্থন করছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে পর্ন দুনিয়ায় পা রাখেন মিয়া। হিজাব পরে নীল ছবিতে অভিনয় করায় কট্টরপন্থীদের থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। নিজের দেশ লেবাননে প্রবেশের অধিকারও হারান তিনি। তবে সম্প্রতি লেবানন বিষ্ফোরণে তিনিই পাশে দাঁড়িয়েছিলেন নিজের দেশবাসীর। এখন অবশ‍্য নীল ছবির দুনিয়াকেও বিদায় জানিয়েছেন মিয়া।

X