বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক স্তরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতের কৃষক আন্দোলন (farmers protest)। ইতিমধ্যেই মার্কিন পপ স্টার রিহানা (rihanna) কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা (mia khalifa)। টুইট করে কৃষকদের সমর্থনের কথা জানালেন তিনি।
ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’ আরো একটি টুইট করেছেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’
মিয়ার এই টুইট এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২০১৪ সালে পর্ন দুনিয়ায় পা রাখেন মিয়া। হিজাব পরে নীল ছবিতে অভিনয় করায় কট্টরপন্থীদের থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। নিজের দেশ লেবাননে প্রবেশের অধিকারও হারান তিনি। তবে সম্প্রতি লেবানন বিষ্ফোরণে তিনিই পাশে দাঁড়িয়েছিলেন নিজের দেশবাসীর। এখন অবশ্য নীল ছবির দুনিয়াকেও বিদায় জানিয়েছেন মিয়া।
What in the human rights violations is going on?! They cut the internet around New Delhi?! #FarmersProtest pic.twitter.com/a5ml1P2ikU
— Mia K. (@miakhalifa) February 3, 2021
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (@miakhalifa) February 3, 2021
এর আগে দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনের স্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে টুইট করেন রিহানা। এই সংক্রান্ত একটি খবরের আর্টিকেল রিটুইট করে তিনি লেখেন, ‘এই বিষয়ে আমরা কথা বলছি না কেন?’
রিহানার এই টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। টুইটারেও ট্রেন্ড করতে থাকেন তিনি। তবে মার্কিন গায়িকাকে সপাটে উত্তর দিতে দেরি করেননি কঙ্গনা। তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘কেউ এই বিষয়ে কথা বলছে না কারণ ওরা কৃষক নয়, সন্ত্রাসবাদী যারা ভারতকে ভাগ করতে চায়। যাতে চিন আমাদের দুর্বল ভগ্ন দেশকে অধিকার করে আমেরিকার মতো চিনা কলোনি বানাতে পারে। বোকার মতো কথা না বলে বসে থাকো। তোমাদের মতো আমরা আমাদের দেশকে বেচব না।’