স্পোর্টস ব্রা, শর্ট প্যান্টে মিয়া, নতুন ভিডিও দেখে চোখ কপালে যুবকদের

বাংলাহান্ট ডেস্ক: তিনি নাকি পর্ন ছবির দুনিয়া ছেড়ে দিয়েছেন। বিয়ে-শাদি করে এবার সংসার করতে চান। তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নীল ছবির জগৎ থেকে। ঠিক ধরেছেন, মিয়া খলিফার কথাই বলা হচ্ছে। একটা সময় পর্ন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। হিজাব পরে অভিনয় করার জন্য আলাদা একটা জনপ্রিয়তা পেয়েছিলেন মিয়া।

 

miainsta

অবশ্য এখনও তাঁর জনপ্রিয়তায় কিছুমাত্র ভাটা পড়েনি। বা বলা যায় তিনি পড়তে দেননি। একদিকে যেমন তাঁর বিয়ের খবরে খুশির বন্যা বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়, তেমনি নীল ছবিতে অভিনয় করা ছেড়ে দিচ্ছেন শুনে মুষড়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। বিয়ের প্রস্তুতি নিয়ে কিছু না বললেও ভক্তদের মন ঠিকই বুঝতে পেরেছেন মিয়া। তাই তো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের নানা ছবি ও ভিডিও। সেগুলো ভাইরালও হয়।

https://www.instagram.com/p/B9XEiH0pjpV/

তবে নীল ছবির জগৎ ছেড়ে দিলেও মডেলিং এখনই ছাড়ছেন না বললেই জানিয়েছেন মিয়া। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি মারলেও সেটারই প্রমাণ পাওয়া যায়। মাঝে মাঝেই নানা ফটোশুট করে সেই সব ছবি নিজের অনুরাগীদের জন্য শেয়ার করেন তিনি। মিয়ার ফিগার ও ফিটনেস অনেকের কাছেই ঈর্ষার বিষয়। তবে সেটা ধরে রাখার জন্য যথেষ্ট পরিশ্রমও করতে হয় তাঁকে। জিম ও শরীরচর্চার পেছনে যে বেশ কিছুটা সময় ও শ্রম ব্যয় করেন মিয়া সেকথা আগেও জানিয়েছিলেন তিনি। এবার প্রকাশ্যে এল সেই শরীরচর্চারই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জিমের পোশাক পড়ে ট্রেনারের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন তিনি।

https://www.instagram.com/p/B9hrKvIJJqz/?utm_source=ig_embed

প্রসঙ্গত, নীল ছবির দুনিয়ায় প্রবেশ করার পর পরিবারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মিয়ার। সেকথা নিজের মুখেই স্বীকার করেছিলেন তিনি। তবে এখন ওই দুনিয়া থেকে অনেক দূরে তিনি। তাই নতুন ভাবে জীবন শুরু করার জন্য উঠেপড়ে লেগেছেন মিয়া।  বেশ কিছুদিন আগেই নিজের অবসর ঘোষনা করেছিলেন মিয়া খলিফা। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বিয়ের খবরও দিয়েছিলেন। এটা মিয়ার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের কয়েক বছর পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।

Niranjana Nag

সম্পর্কিত খবর