শতরান করেও জেতাতে পারেননি কিউয়িদের! কিন্তু ধোনির কীর্তিতে ভাগ বসিয়েছেন ব্রেসওয়েল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) জয় পেয়েছে। শুভমান গিলের (Shubman Gill) দ্বিশতরান এবং মহম্মদ সিরাজের (Md. Siraj) অসাধারণ বোলিংয়ের পরেও ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার অবধি। কিন্তু শেষ পর্যন্ত ১২ রানের ব্যবধানে হার মানতে হয়েছে কিউয়িদের। যদিও কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিদের মতো তারকাদের ছাড়া ভারতীয় দলের (Team India) বিরুদ্ধে নিউজিল্যান্ডের এমন পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়।

কাল যে ম্যাচ শেষ ওভার অবধি করিয়েছিল এর মূল কারণ হলেন একজনই। মিচেল ব্রেসওয়েল নিজের পাওয়ার হিটিংয়ে ভর করে ভারতের হাত থেকে জেতা ম্যাচ প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। মিচেল স্যান্টনারের সাথে বিশাল বড় পার্টনারশিপ গড়েছিলেন এই কিউয়ি অলরাউন্ডার।

কিন্তু শেষ পর্যন্ত সিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্যান্টনার আউট হওয়ায় চাপ বেড়ে যায় ব্রেসওয়েলের ওপর। শেষ ওভার অবধি চেষ্টা করলেও তার সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। তবে তার ৭৮ বলে ১৪০ রানের ইনিংসটি অত্যন্ত প্রশ্নসাজনক এবং ইনিংসটি দর্শকদের মনও জয় করে নিয়েছে।

bracewell

এটি ছিল ব্রেসওয়েলের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান। এর আগে ২০২২ এর জুনে আয়ারল্যান্ডের ডারলিনে, আইরিশ ক্রিকেট দলের বিরুদ্ধে এমনই একটি শতরান করেছিলেন তিনি। সেবার ও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা। তফাৎ এটুকুই যে সেইবার নিউজিল্যান্ডকে ম্যাচ জেতাতে পেরেছিলেন তিনি। এবার অত্যন্ত কাছাকাছি এসেও জয় হাতে আসেনি।

এমন শতরান করার পর মহেন্দ্র সিংহ ধোনির কীর্তি ছুঁয়ে ফেলেছেন ব্রেসওয়েল। এর আগে বিশ্ব ক্রিকেটের ধোনি ছিলেন একমাত্র এমন তারকা, যিনি ওডিআই ফরম্যাটে সাত নম্বর বা তার নীচে ব্যাটিং করে একের বেশি শতরান করেছিলেন। কাল ভারতের বিরুদ্ধে অসাধারণ শতরন করার পর তার সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন ব্রেসওয়েল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর