বিরাট সেনাকে আক্রমণ করে বিষ উগরে দিলেন মাইকেল ভন! ম্যাচ না খেলার জন্য তুললেন গুরুতর অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে বাতিল হয়ে গিয়েছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট। দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার কোভিড আক্রান্ত হবার পর থেকেই ম্যাচ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছিল। কার্যত শুক্রবার সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হয়। যদিও প্রথমদিকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড টুইট করেছিল যে ভারত ম্যাচ ছেড়ে দিয়েছে। কিন্তু পরে তারা এই বয়ান বদল করে। এখন বিসিসিআই এবং ইসিবি ম্যাচটিকে পরবর্তী সফরের জন্য রিসিডিউল করেছে।

কিন্তু ভারতের এই ধরনের আচরণে খুশি নন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সিরিজের শুরু থেকেই একাধিক আক্রমণাত্মক কথা তিনি বলে আসছেন বিরাট বাহিনীকে নিয়ে। এবার ফের একবার দ্য টেলিগ্রাফে লেখা তার কলামে আক্রমণ শানালেন তিনি। তিনি লেখেন, “সত্যি কথা বলতে, সবই টাকা এবং আইপিএলে জন্য। টেস্ট বাতিল করা হয়েছে কারণ খেলোয়াড়দের অবশ্যই করোনা সংক্রমণের ঝুঁকি এবং আইপিএল মিস করার আশঙ্কা ছিল। এক সপ্তাহের মধ্যে আমরা আইপিএল দেখব এবং খেলোয়াড়রা হাসিমুখে খুশি হয়ে মাঠে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। কিন্তু তাদের পিসিআর পরীক্ষার উপর নির্ভর করা উচিত ছিল।”

এখানেই থামেননি ভন। তিনি দাবি করেন কুড়ি জনের দল থেকে এগারো জন খেলোয়াড়কে চাইলেই মাঠে নামাতে পারত ভারত। যদি কোন খেলোয়াড় সরে যেতে চায় তাহলে সেই সিদ্ধান্ত তার ব্যক্তিগত। কিন্তু ভারতের দল মাঠে নামানো উচিত ছিল। শুধু তাই নয়, ভন মনে করেন একাধিক খেলোয়াড়দের ছাড়াই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল ভারত। তাই প্রয়োজনে তৃতীয় শ্রেণীর দলও নামাতে পারত তারা। একইসঙ্গে কার্যত ব্যালেন্স বজায় রাখতে ২০০৮ সালের ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা সিরিজের কথাও তুলে এনেছেন ভন। এতদিন বাদে মুখ খুলে তিনি বলেন, সাউথ আফ্রিকায় সেসময় সিরিজ ছেড়ে আসা ইংল্যান্ডের উচিত হয়নি।

IMG 20210819 124543
প্রসঙ্গত উল্লেখ্য, ম্যানচেস্টারে পঞ্চম টেস্ট জিতলেও সিরিজ জয়ের কোনো সম্ভাবনা ছিল না ইংল্যান্ডের। কারণ ওভালে টেস্ট জেতার সাথে সাথেই সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। যার জেরে এই ম্যাচে ড্র করতে ১৪ বছর পর ইংল্যান্ড টেস্ট সিরিজ জয় করতে ভারত। যদিও এখনও এ কথা বলা যেতেই পারে যে সিরিজ জিতেছে বিরাট বাহিনী।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর