বাংলা হান্ট নিউজ ডেস্ক: জীবনের সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অধিনায়কত্ব হারিয়েছেন, ব্যাটে রান নেই, ভক্তদের সমালোচনা সবমিলিয়ে সময়টা যেন ক্রমশই দুর্বিষহ হয়ে উঠেছে তার কাছে। এতদিন কোহলির শতরান না পাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তার ভক্তরা। অতীতের শত রান না পেলেও কোহলি গুরুত্বপূর্ণ কিছু ইনিংস খেলছিলেন। ২০২২-এ এসে সেই টুকু করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন বিরাট। বিসিসিআই এর অন্দরমহল থেকে খবর আসছে যে টিম ম্যানেজমেন্টের বিরাটকে মোহভঙ্গ হয়েছে।
চলতি মাসেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলে উড়ে যাবে পোর্ট অব স্পেনে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তারপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজের রোহিত, বুমরার মত অনেক তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে যারা পরবর্তীকালে টি-টোয়েন্টি সিরিজে আবার ফেরত যাবেন। কহলি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়ে যাবেন কিনা তা নির্ভর করছে ইংল্যান্ডের বিরুদ্ধে তার পারফরমেন্সের উপর। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে না পারলে কঠিন সিদ্ধান্ত টাকা হয়তো এবার বিসিসিআই নিয়েই ফেলবে।
দীর্ঘদিন ধরেই কোহলির ব্যাটিংয়ে কি সমস্যা হচ্ছে তা নিয়ে ক্রিকেটভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরাও কাটাছেঁড়া করে চলেছেন। উঠে এসেছে নানান তত্ত্ব। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তী মনে করেছেন যে কোহলি আগেই শট খেলতে যাচ্ছে বল না দেখে যার ফলে সমস্যায় পড়ছে। আরো নানান ব্যাখ্যা উঠে এসেছে। এবার কোহলির অফ ফর্ম নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।
প্রাক্তন ইংল্যান্ড তারকা মনে করেছেন কোহলির একটা বড় ছুটি দরকার। তিনি বলেছেন, “আমরা জানি যে আইপিএলের পরে বেশ কিছুদিন বিশ্রাম নিয়েছিল। কিন্তু আমার মনে হয় ছোটখাটো বিশ্রাম নিয়ে হবে না। ওর টানা দু তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকা উচিত, পরিবারকে সময় দেওয়া উচিত, আনন্দের সাথে সময় কাটানো উচিত। আমার মনে হয় ওর কুড়ি বছরের ক্রিকেট কেরিয়ার। সেটা ছোট হয়ে যাক আমরা কেউই চাইবো না। তাই দু-তিন মাসের একটা ব্রেক যদি ওকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারে তাহলে তার চেয়ে ভালো কিছুই হয় না।”