বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে কারচুপির অভিযোগ আজকের নয়। মাঝেমধ্যেই সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার নিয়ে কারচুপির অভিযোগ উঠে আসে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চৈতন্যপুর হাই স্কুল থেকে।
মিড ডে মিলে (Mid Day Meal) বিরাট কারচুপি!
স্কুলে ছাত্র এসেছে মাত্র দুজন। কিন্তু,মিড ডে মিলের (Mid Day Meal) রান্নার হিসেবে দেখানো হয়েছে প্রায় ৫০ জন পড়ুয়ার রান্না হচ্ছে। সম্প্রতি মিড ডে মিলে কারচুপির এমনই এক ঘটনা হাতেনাতে ধরে ফেলেছেন এক বিডিও অফিসার। এই ঘটনা সামনে আসতেই রীতিমত ক্ষুব্ধ প্রশ্ন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।
মাত্র ২ জন স্কুলে আসলেও ৫০ জনের রান্না খাতায়-কলমে দেখানো হল কেন? তা নিয়ে উচ্ছে প্রশ্ন। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি স্কুলে মিড ডে মিলের (Mid Day Meal) রান্না হয়নি অথচ ছাত্র সংখ্যা হিসেবে খাতায়-কলমে দেখানো হচ্ছে ৪৭ জন। বিডিও অফিসের এক কর্মী স্কুলেও গিয়েছিলেন বিষয়টা দেখতে।
পড়ুয়াদের সঙ্গে কথা বলেই তিনি জানতে পারেন কয়েকদিন নাকি স্কুলে কোন রান্নাই হয়নি। মাত্র এক থেকে দু’জন ছাত্র এসেছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোয়া বারো! শীঘ্রই বাড়ছে DA! কত শতাংশ
যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। তাদের দাবি ওই দিন বেশি পড়ুয়ারা ছিলেন না, আবহাওয়াও খুব একটা ভালো ছিল না। তাই মিড ডে মিলের রাঁধুনিও আসেননি।
অনুপস্থিত ছিলেন দায়িত্বে থাকা শিক্ষকরাও। তাই রান্না যে হয়নি সেটা তাকে জানানো হয়নি। শেষে ড্যামেজ কন্ট্রোল করতে তারা জানিয়েছেন, ‘আসলে নাকি তাদের নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হয়েছে।’ তবে এই বিষয়ে ইতিমধ্যেই বিডিওকে লিখিতভাবে জানানো হয়েছে বলেই জানিয়েছেন তিনি। সেইসাথে তিনি জানিয়েছেন এমন ভুল আর হবে না।