সাপের পর এবার মিড ডে মিলের চালে মিলল ইঁদুর, টিকটিকি! উত্তেজনা মালদার স্কুলে

বাংলাহান্ট ডেস্ক : মরা ইঁদুর (Rat) ও টিকটিকি (Lizard) পড়ে রয়েছে চালের ড্রামে। চালের ড্রামের ঢাকনা সরানোর পরেই চক্ষু চরক গাছ হয়ে গেল অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দাদের। অভিভাবকরা এই নিয়ে বিক্ষোভও দেখালেন স্কুলের সামনে। চাঞ্চল্যকর এই ঘটনাটিকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে চাঁচল থানার সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়।

উত্তেজনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ (Police) পৌঁছায় ঘটনাস্থলে। স্কুল কর্তৃপক্ষের কাছে কিছু অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মিড ডে মিলে (Mid Day meal) নিম্ন মানে খাবার দেওয়ার অভিযোগ করেন বুধবার। মিড ডে মিলের জন্য মজুদ করে রাখা সামগ্রী দেখার জন্য কিছু অভিভাবক পৌঁছান ভাঁড়ারে। এরপরই চক্ষু চরক গাছ হয়ে যায় সবার। চালের ড্রাম খুলতে দেখা যায় তাতে পড়ে রয়েছে মরা ইঁদুর ও টিকটিকি।

এই দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেনি অভিভাবকরা। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলের মধ্যেই শুরু করেন বিক্ষোভ। তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরেও। অভিভাবকেরা অভিযোগ করেছেন, পড়ুয়াদের রুটিন অনুযায়ী খাবার পরিবেশন করা হয় না। শিশুরা মিড ডে মিলে পায় না ডিম, মাছ কিংবা মাংস।

Malda mid day meal

এছাড়াও, খুব অল্প পরিমাণ ভাত শিশুদের খেতে দেওয়া হয়। যে সবজি রান্না করা হয় সেটাও খাওয়ার অযোগ্য। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “স্কুলের পরিকাঠামো ভেঙে পড়েছে স্কুলের প্রধান শিক্ষকের জন্য। এর আগে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। মিড ডে মিলে যে গরমিল করা হয় তা আজ ধরা পড়ল।”

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর