বাংলাহান্ট ডেস্কঃ শিক্ষার্থীদের স্বার্থে একটি বড় ঘোষণা কেন্দ্র সরকারের। এবার থেকে আর হাতে হাতে মিড ডে মিল নয়, এই খাতের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, প্রায় ১১ কোটি ৮০ লক্ষ শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
About 11.8 crore students to be benefited as GoI to provide Monetary Assistance through Direct Benefit Transfer (DBT) under the MDM Scheme. An additional fund of about Rs. 1200 Cr to be provided for this purpose. (1/5)
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 28, 2021
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, ‘সরকারের এই পদক্ষেপের ফলে সরকারী ও সরকারী সহায়ক স্কুলগুলিতে মিড ডে মিল আয়ত্তাভুক্ত প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। কেন্দ্র শাসিত এলাকার জন্য পৃথকভাবে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থের সাহায্যে করোনা আবহে বাচ্চারা তাঁদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এবং ঔষধ পথ্য ক্রয় করতে পারে’।
মিড ডে মিলের অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে, তাঁরা এই অর্থ নিজেদের পুষ্টির কাজে ব্যবহার করতে পারবে। কিংবা প্রয়োজনে করোনা মোকাবিলার কাজেও লাগাতে পারবে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপের ফলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় ১১ কোটি ৮০ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবেন।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ১৫ ই আগস্ট এই মিড ডে মিলের প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল, বেশি সংখ্যায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলে শিক্ষিত করে তোলা। সর্বোপরি পড়াশুনার সময় যাতে, খিদের জ্বালায় বাড়ি পালিয়ে না যায় ছাত্রছাত্রীরা, এসবের জন্য চালু হয় মিড ডে মিল প্রকল্প।