মিড ডে মিলে ভাতে পোকা ও অপরিষ্কার পরিবেশে রান্নার প্রতিবাদে কেতুগ্রামে স্বপন দত্ত বাউল

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ  চুচুড়া বাণী মন্দিরে নুন ভাত , ফ্যান ভাত, শুধু ভাত ছাত্রীদের মিড ডে মিলে খাওয়ানোর প্রতিবাদ ও সচেতন বাউলগানে করে চুচুড়া বাণী মন্দিরে ছাত্রীদের পাতে ঐ দিন দুপুরে ডিম ভাত এনে দিতে পেরে স্বপন দত্ত বাউল খুব খুশি। আবার জনতার দরবার থেকে ডাক পড়লো খাজা আনোয়ার বেড় পূর্ব বর্দ্ধমানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত বাউলের কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট উচ্চমাধ্যমিক বিদ্যালয় এ মিড ডে মিল নিয়ে দুর্নীতির প্রতিবাদ ওসচেতন করতে ।

ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে ও তাদের সুস্বাস্থ্য রক্ষা করতে সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে স্বপন বাউল বৃহস্পতিবার ছুটে আসেন রাষ্ট্রপতির উপহার দেওয়া কোলডুগি ও একতারা হাতে ।মিড ডে মিলে চালে ও ভাতে পোকা নিয়ে ও অপরিস্কার রান্নার জায়গা নিয়ে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য কে রক্ষা করা নিয়ে গান লিখে সুর করে নেচে গেয়ে তীব্র প্রতিবাদ ও সচেতন করলেন । এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখলেন যেন মিড ডে মিল নিয়ে কোনো রকম দুর্নীতি কোথাও না আর হয়।hghh

কেতুগ্রামের স্কুলের ছাত্র ছাত্রী অবিভাবক, প্রাক্তন ছাত্র ছাত্রী ও এলাকাবাসী প্রতিবাদী যুবক সকলেই স্বপন দত্ত বাউলের এই সৎ প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন। স্বপন বাউল গান করে কেতুগ্রামে এর বিদ্যালযের সামনে এক সচেতন মিড ডে মিল নিয়ে দুর্নীতির এক প্রতিবাদের পরিবেশ তৈরি করেন যা দেখার জন্য বহু মানুষ ভিড় করে।

 

চুচুড়া বাণী মন্দিরের মত এখানেও স্বপন দত্ত বাউল নিজের উদ্দ্যোগে মানুষের জন্যে, সমাজের জন্য, রাজ্যের জন্য ও দেশের জন্য ছাত্র ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ এই কথা ভেবে মানবিকতার খাতিরে এমন দুর্নীতির প্রতিবাদ ও সচেতন করলেন। কেতুগ্রামের বাসিন্দারা সকলেই শিল্পীর এই সমাজ সচেতন কে ধন্যবাদ জানায়।

293749ee c4ce 45c1 b357 0d10650ab85b এবং কেতুগ্রামএলাকাবাসী স্বপন দত্ত বাউলকে পুনরায় কোন সমস্যা হলে কেতুগ্রামে আসতে বলেন সমাজ সচেতনের বাউল গান গাইবার জন্য।

Udayan Biswas

সম্পর্কিত খবর