বাংলাহান্ট ডেস্ক : আজ অর্থাৎ সোমবার ইদ-ই-মিলাদ। মুসলিম সম্প্রদায়ের এই উৎসব উপলক্ষে আজ সরকারি ছুটি। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ইদ-ই-মিলাদ উপলক্ষে বন্ধ থাকবে ১৮ সেপ্টেম্বর। ইদ-ই-মিলাদ উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং মহারাষ্ট্র সরকার ছুটিটি ১৮ তারিখে স্থানান্তরিত করেছে।
ব্যাঙ্ক হলিডে (Bank Holiday) লিস্ট
ইন্দ্রযাত্রা উপলক্ষে ১৭ তারিখ ব্যাংক বন্ধ (Bank Holiday) থাকবে সিকিমে। ১৮ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে কেরলে ব্যাংক বন্ধ। ব্যাংক হলিডে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন হতে পারে। জাতীয় ছুটি ছাড়া ব্যাংক হলিডে নির্ধারিত হয় স্থানীয় উৎসবের উপর নির্ভর করে।
আরোও পড়ুন : মঙ্গলেই ঘুরে যাবে ‘খেলা’! আরজি কর মামলার সুপ্রিম শুনানিতে কোন কোন বিষয়ে নজর থাকবে?
তাই আপনার এলাকায় কবে ব্যাংক বন্ধ তা নিশ্চিত করার জন্য ভিজিট করুন ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপ। সামগ্রিকভাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে গোটা দেশে অনেক সংখ্যক দিন ব্যাংক বন্ধ (Bank Holiday)। জাতীয় ও স্থানীয় ছুটি ছাড়াও রয়েছে রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার।
সেপ্টেম্বর মাসে ব্যাংক বন্ধের তালিকা:
১ সেপ্টেম্বর (রবিবার) গোটা দেশে ব্যাংক বন্ধ।
৮ সেপ্টেম্বর (রবিবার) ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ।
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) রামদেব জয়ন্তী/তেজা দশমী উপলক্ষে রাজস্থানে ব্যাংক বন্ধ।
১৪ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার ও ওনাম উপলক্ষে কেরল/বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ।
১৫ সেপ্টেম্বর (রবিবার) তিরুভোনম উপলক্ষে কেরল/বিভিন্ন রাজ্যে ছুটি।
আরোও পড়ুন : ফাঁড়া কাটেনি! সপ্তাহভর বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বিকেলে কোথায় কোথায় তোলপাড়?
১৬ সেপ্টেম্বর (সোমবার) ইদ-ই-মিলাদ উপলক্ষে সারা ভারতে ব্যাংক বন্ধ। ইদ-ই-মিলাদ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর ছুটি অন্তর্ভুক্ত হলেও, অনন্ত চতুর্দশী বা গণেশ বিসর্জনের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য এই ছুটি ১৮ তারিখে স্থানান্তরিত করা হয়।
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইন্দ্র যাত্রা উপলক্ষে সিকিমে ব্যাংক ছুটি।
১৮ সেপ্টেম্বর (বুধবার) শ্রী নারায়ণ গুরু জয়ন্তীতে কেরলে ছুটি, সঙ্গে ইদ-ই-মিলাদের ছুটি।
২১ সেপ্টেম্বর (শনিবার) শ্রী নারায়ণ গুরু সমাধি উপলক্ষে কেরলে ব্যাংক বন্ধ।
২২ সেপ্টেম্বর (রবিবার) গোটা দেশে ব্যাংক বন্ধ।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বীরদের শহীদ দিবস উপলক্ষে হরিয়ানায় ব্যাংক বন্ধ।
২৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ও রবিবার উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ।