ভোর রাতে বাগজোলা খাল পাড় এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই অন্তত ২০টি দোকান

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার ভোররাতে বিধ্বংসী আগুনে জ্বলে উঠল নিউটাউনের বাগজোলা খাল পাড় এলাকা। আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যে গ্রাস করল বাগজোলা খালের ধারের অস্থায়ী দোকানগুলিকে। ভস্মীভূত অন্তত ২০টি দোকান। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

ঠিক কী ঘটেছিল? প্রাথমিকভাবে জানা গিয়েছে ভোর ৪টে থেকে ৪টে ১০ মিনিটের মধ্যে আগুন লাগে। ভোর রাতে হঠাৎই স্থানীয়দের নাকে ভেসে আসে ধোঁয়ার ঘ্রান। এরপরেই নজরে আসে আগুন। আগুন লাগার ঘটনা চাউর হতেই আশপাশের লোকেরা খবর দেন দমকলে। তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই অন্তত ২০টি দোকান। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় দু’‌ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোররাতে কেমন করে ভয়ঙ্কর এই আগুন লাগল তার কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের থেকে এই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে একের পর এক দোকান। সাথেই ছাই হয়েছে দোকানের ভেতরে থাকা যাবতীয় মালপত্র। এত বড় দুর্ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান ভেবে রীতিমতো মাথায় হাত দোকান মালিকদের।

fire 2

দমকল সূত্রে খবর, আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে বাগজোলা খালের পাড়ে ২০টিরও বেশি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। স্বস্তির জাগিয়ে, ঘটনায় হতাহতের কোনোরূপ খবর মেলেনি। ভোররাতে এই ঘটনা ঘটায় সেই সময় দোকানে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। ভয়াবহ এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থমথমে গোটা পরিবেশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর