পেট্রল ডিজেলের ওপর ভ্যাট, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা ; সরকারকে আক্রমণ অভিনেতা কমল হাসানের

বাংলাহান্ট ডেস্কঃ আবারো তোপ দাগলেন বিতর্কিত অভিনেতা কমল হাসান (kamal hasan)। তামিলনাড়ু (tamilnadu) সরকারের পেট্রল ডিজেল ( petrol diesel) দাম বৃদ্ধিকে জনগনের বিশ্বাসঘাতকতা বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যমে তামিলনাড়ুর বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

images 2020 05 05T152315.305

মোদি সরকারের বিরুদ্ধে বারবার তিনি সুর চড়িয়েছেন এই প্রখ্যাত দক্ষিণী অভিনেতা । রাজনীতিতেও সরাসরি যোগদান করেছেন ইতিমধ্যে । এবার তামিল সরকারের তেলের দাম বৃদ্ধি নিয়ে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ” জনগণ যেহেতু কোনও আয় ছাড়াই 40 দিন ধরে গৃহবন্দী। এটি করা বিশ্বাসঘাতকতা, যদিও পেট্রল এবং ডিজেলের দাম বিশ্বব্যাপী হ্রাস পাচ্ছে এবং তাদের উপর মূল্য সংযোজন কর প্রয়োজনীয় পণ্যগুলির দাম বাড়িয়ে তুলবে।”

ঠিক তার পর দিনই তামিল সরকারের করোনা মোকাবিলায় ব্যার্থতাকে উদ্দেশ্য করে তিনি লেখেন “সরকার, যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি করেছে, কোয়ম্বাটোরকে বাঁচাতে অক্ষম, এখন টাস্কফোর্স খুলবে। নেতৃত্ব বুঝতে পারে না যে সরকারের প্রতিটি ভুলই প্রাণ হারায়। ”

প্রসঙ্গত, গত সোমবার তামিলনাড়ুর মুখ্য সচিব এই তেলের দাম বৃদ্ধির কথা ঘোষনা করেন। তামিলনাড়ুর পাশাপাশি দিল্লি সরকারও তেলের ওপর ট্যাক্স বসিয়েছে।

 

সম্পর্কিত খবর