বাংলা হান্ট ডেস্ক: ১২টি সুখোই ফাইটার জেটের চুক্তি চূড়ান্ত হওয়ার পর এবার ভারত (India) রাশিয়ার (Russia) কাছ থেকে মিগ-২৯ ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রায় তিন দশক ধরে মিগ-২৯ (MiG-29) যুদ্ধবিমান ব্যবহার করছে এবং সেগুলি নিয়ে বেশ তারা সন্তুষ্ট।
বায়ুসেনার (Air Force) কাছে বর্তমানে মোট তিনটি স্কোয়াড্রন রয়েছে। যেগুলি চীন এবং পাকিস্তান সীমান্তের নিরাপত্তার জন্য রাখা হয়েছে। এ বছরের অগাস্টে মিগ-২৯ একটি স্কোয়াড্রন শ্রীনগর (Srinagar) বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছিল।
জানা গিয়েছে, ভারত রাশিয়ার কাছ থেকে মিগ-২৯-এর বহিরাংশ কিনবে। তারপর ভারতেই প্রয়োজন অনুযায়ী রাডার মিসাইল এবং অন্যান্য সরঞ্জাম বসানো হবে। জানা যাচ্ছে, নতুন প্রজন্মের ব্রহ্মোস মিসাইল এই নতুন মিগ-২৯ ফাইটার জেটে বসানো হবে। এই মিসাইলের ওজন হবে প্রায় দেড় টন এবং এই মিসাইলের রেঞ্জ থাকবে প্রায় ১২০০ কিলোমিটার পর্যন্ত।
ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমানে যুদ্ধ বিমানের ৩০টি স্কোয়াড্রন রয়েছে। যেখানে চীন (China) এবং পাকিস্তানের (Pakistan) সামনে নিরাপত্তার জন্য বিমান বাহিনীর প্রয়োজন মোট ৪১টি স্কোয়াড্রন। তবে আগামী এক বছরের মধ্যে মিগ-২১-এর তিনটি স্কোয়াড্রন স্ক্র্যাপ হয়ে যাবে। ফলে এই ফাইটার জেটের ঘাটতি আরও বাড়বে। তাই নতুন যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে। আর রাশিয়ার থেকে এই যুদ্ধবিমান কেনা হলে সেই ঘাটতি কমবে।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিগ-২৯-এর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা কঠোর নজরদারি চালাতে পারবে। ফলে ঘুম উড়বে চীন ও পাকিস্তানের। এগুলি এলওসি এবং এলএসি-তে রাখা হবে।
এদিকে ভারতীয় বিমান বাহিনী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে ১৫৬টি হেভি লাইট কমব্যাট হেলিকপ্টার কিনতে চলেছে, যার মধ্যে ৬৬টি ভারতীয় বিমানবাহিনী এবং বাকি ৯০টি ভারতীয় সেনাবাহিনী কিনবে। এটি বিশ্বের একমাত্র যুদ্ধ হেলিকপ্টার যা ৫০০০ মিটার উচ্চতায় অবতরণ এবং টেক অফ করতে পারে। এমনকী, ওই উচ্চতায় থেকেও মাটিতে কিংবা মহাকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই হেলিকপ্টার।