ট্রেন পেয়ে আবেগে ভাসল পরিযায়ী শ্রমিকেরা, ট্রেনে ওঠার আগে জানালো প্রণাম

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে ২৫ মার্চ থেকে লকডাউন জারি আছে। আর এই লকডাউনের কারণে দেশের বিভিন্ন রাজ্যে মানুষেরা আটকে আছেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা সবথেকে বড় সমস্যার সন্মুখিন হয়েছেন। সরকার তাদের নিজের বাড়িতে পাঠানোর জন্য শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। প্রতিদিন হাজার হাজার শ্রমিকেরা নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন। আর এই সফরের সময়ে চণ্ডীগড় থেকে একটি আবেগ প্রবণ ছবি সামনে এলো।

ভারতীয় রেল একটি ছবি ট্যুইট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে পরিযায়ী শ্রমিকেরা ট্রেনে বসার আগে মাটিতে মাথা নুইয়ে নমস্কার করছে। এই আবেগি ছবি চণ্ডীগড় থেকে গোন্ডা জেলায় যাওয়া শ্রমিক স্পেশ্যাল ট্রেনের।

চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে রওনা দেওয়া এই ট্রেনে ১১৮৮ জন পরিযায়ী শ্রমিক সফর করেন। এরা সবাই লকডাউনের কারণে বিগত দেড় মাস ধরে চণ্ডীগড়ে আটকে ছিলেন। প্রশাসন এদের সেক্টর-৪৩ বাস ডিপোতে নিয়ে আসে। সাবার মেডিকেল পরীক্ষা করানোর পর বাসে বসায়। আর এরপর চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নিয়ে যায়।

দেশের আলাদা আলদা রাজ্য থেকে উত্তর প্রদেশে এখনো পর্যন্ত বিগত চার দিনে প্রায় দেড় লক্ষ প্রবাসী মজদুর ১৭০ টি ট্রেনে করে বাড়ি ফিরেছে। শুধু তাই নয়, এক লক্ষের বেশি শ্রমিক রাজ্য পরিবহণ নিগমের বাসে এবং অন্যান্য পরিবহনের মাধ্যমে উত্তর প্রদেশে পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেয়েছেন যে, রাজ্যের সীমা দিয়ে যেসব শ্রমিক রাজ্যে প্রবেশ করবে, তাদের যেন কোনরকম অসুবিধে না হয়। সবার সাথেই সন্মানজনক ব্যবহার করতে হবে। আর তাদের সরকারি বাহনের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর