ক্ষয়ে গেছে জুতো! পায়ে জলের বোতল বেঁধে বাড়ির দিকে রওনা দিলেন পরিযায়ী শ্রমিকেরা

বাংলা হান্ট ডেস্কঃ করোনার ভাইরাসের প্রকোপ আর লকডাউনের কারণে নিজ বাড়ি ফেরা শ্রমিকদের (Migrant Workers) ছবি এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়ই ঘুরতে দেখা যায়। মুম্বাই, দিল্লী, হায়দ্রাবাদ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব সমেত দেশের আলাদা রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হাজার হাজার কিমি পায়ে হেঁটেই বাড়ি ফিরতে চাইছেন। আর এরকমই একটি ছবি হরিয়ানার আম্বালা থেকে সামনে এসেছে। যেখানে এক মজদুর পাঞ্জাব থেকে পলায়ন করে আম্বালা পৌঁছেছে তাও পায়ের জুতো ছাড়াই। ওই শ্রমিকরা জলের বোতলই পায়ে বেঁধে চপ্পলের মতো বানিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে।

উল্লেখ্য, লকডাউনের পরেও প্রচুর পরিমাণে শ্রমিক পাঞ্জাব থেকে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেখানে বেশীরভাগ শ্রমিকের কাছে লকডাইউ পাসও নেই। আর সেই কারণে আম্বালা পুলিশ তাদের ন্যশানাল হাইওয়েতে থামিয়ে উল্টো ফেরত পাঠায়। পুলিশের মারের ভয়ে মজদুরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তাঁরা দৌড়াতে গিয়ে নিজের পায়ের জুতোও হারিয়ে ফেলে। আর কিছু জনের জুতো চলতে চলতে ক্ষয়ে যায়। কিন্তু তবুও তাঁরা হার মানেনি, তাঁরা নিজের লক্ষ্যের দিকেই এগোতে থাকে।

কিন্তু প্রখর রোদে তাদের পায়ের পাতা জ্বলে যায়। বিনা জুতো পড়ে মজদুরদের বাড়ি ফেরত অসম্ভব লাগছিল। আর তখন তাদের মাথায় বুদ্ধি আসে। আর তাঁরা জলের বোতল নিজের পায়ে বেঁধে চপ্পল বানিয়ে নেয় আর নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়।

.আর এর মধ্যে আম্বালার বিধায়ক অসীম বিধায়কের নজর এই মজদুরদের উপরে পড়ে। উনি নতুন চপ্পল কিনে দেন তাদের। এরপর বিধায়ক পাঞ্জাব পুলিশের কাছে আবেদন করেন যে, তাদের যেন বাড়িতে যেতে দেওয়া হয়। আর এরজন্য উনি পুলিশ আধিকারিকদের সাথে কথাও বলেন। পায়ে হেঁটে বাড়ি ফেরা মজদুরদের জন্য বিধায়ক শুধু পায়ের জুতোই, খাবারের ব্যবস্থাও করে দেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর