বাংলাহান্ট ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের (Migrant workers) নিয়ে দিন দিন পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে। অনেক পরিযায়ী শ্রমিকদের মাইল মাইল হেটে বাড়ি ফিরতে হচ্ছে। কাঠ ফাটা রোদে লাগাতার হেটে বাড়িতে ফেরার পথে অনেক শ্রমিকদের মৃত্যুও হয়েছে। পরিযায়ীদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলেও সমস্যা মেটেনি।আর এরমধ্যেই হরিয়ানার (Haryana)যমুনাননগরে, পাঞ্জাবের (punjab) চণ্ডীগড় থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। তাঁদের রাস্তা থেকে সরানোর জন্য নাকি লাঠি চার্জ করা হয়। এমনকি মধ্যপ্রদেশের রেওয়া -তে একই ঘটনা ঘটেছে।
পরিযায়ী শ্রমিকদের ওপর লাঠিচার্জ পুলিশের
ক্লান্ত হয়েছে একটু খাবারের জন্য জাতীয় সড়ক অবরোধ করে পরিযায়ী শ্রমিকরা মুঠো খাবারের বন্দোবস্ত করার এই দাবি করতেই পুলিশ তাদের ওপর লাঠি চালায়। আর এই পুলিশের লাঠির আঘাতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় বলেও অভিযোগ উঠেছে।গতকালই দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয় বিজেপির তরফে হাইওয়ে, রেলট্র্যাকের পাশে ক্যাম্প করে চটি, সাবান, খাবার, জল এবং মাস্ক বিতরণ করার পাশাপাশি শ্রমিকদের সাহায্য করা হবে। আরো এই নিয়ে বৃহস্পতিবার বিজেপির দলের সাধারণ সম্পাদকদের বৈঠকও হয় ।শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় দলের তরফ থেকে। পরিযায়ীদের কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাঁদের যাতে তাড়াতাড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার জন্য হাইওয়েগুলির পাশে বেশি সংখ্যায় অ্যাম্বুলেন্স রাখা হয়। কিন্তু তাও সেরকম লাভ হয়নি।