ছোট্ট মিহি আবার ফিরছে জি বাংলায়! আসছে কোন সিরিয়াল?

বাংলা হান্ট ডেস্ক : নতুন রূপে আসছে দর্শকদের প্রিয় মিহি (Mihi)। বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের আনাগোনা। তাই একটা সিরিয়াল শেষ হতে না হতেই তার জায়গা নিচ্ছে অন্য কোন নতুন ধারাবাহিক। তাছাড়া দিনের শেষে সব সিরিয়াল মানেই এখন টিআরপির খেলা। তাই টিআরপি তালিকা স্কোর কমলেই অল্প দিনে বন্ধ হয়ে যাচ্ছে যে কোন  মেগা সিরিয়াল।

জি বাংলায় নতুন রূপে ফিরছে মিহি (Mihi)

কিছুদিন আগে ঠিক এই  কারণেই বন্ধ হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। এই সিরিয়ালের একেবারে ভিন্ন স্বাদের গল্প শুরু থেকেই মনে ধরেছিল দর্শকদের। কিন্তু টিআরপি তালিকায় নম্বর উঠছিল না কিছুতেই। যার ফলে মাঝপথেই সম্প্রচার শেষ করে দেওয়া হয় এই মেগা সিরিয়ালের।

ধারাবাহিকে প্রধান নায়িকা মধুবনির ভূমিকায় অভিনয় করেছিলেন ‘গৌরী এল’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি। এই সিরিয়ালেই মধুবনীর মেয়ে মিহির (Mihi) চরিত্রে অভিনয় করেছিলেন শিশু অভিনেত্রী রাধিকা কর্মকার। মিহির চরিত্রে রাধিকার মিষ্টি অভিনয় খুব অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তাই তাই এই মেগা সিরিয়ালটি অল্প দিনেই শেষ হয়ে যাওয়ার পর থেকেই মিহির জন্য বেজায় মন খারাপ দর্শকদের।

আরও পড়ুন : দেবাদৃতার জন্মদিনে একগুচ্ছ সারপ্রাইজ নিয়ে হাজির প্রেমিক রাহুল! কি দিচ্ছেন উপহারে?

জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’র মঞ্চ থেকেই সোজা বাংলা সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন রাধিকা। এত অল্প বয়সেই তাঁর নিখুঁত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।  তবে এবার দর্শকদের জন্য এল এক দারুন সুখবর।

 

View this post on Instagram

 

A post shared by RadhikaTales (@radhikatales)

জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল শেষ হয়ে গেলেও আবার খুব তাড়াতাড়ি জি বাংলায় ফিরছেন দর্শকদের প্রিয় ছোট্ট মিহি। তবে কোন সিরিয়াল নয়। এবার মিহি অভিনেত্রী রাধিকা আসছেন জি বাংলা রান্নাঘর অনুষ্ঠানে। আগামী ৭ ই অক্টোবর সঞ্চালিকা কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে রান্না করতে করতেই মজার মজার গল্প শোনাবে রাধিকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর