বাংলাহান্ট ডেস্ক : মিকা সিং (Mika Singh) এবং সলমন খানের বন্ধুত্বের কথা সকলেই জানেন। অভিনেতার জন্য বহু ছবিতে গান গেয়েছেন তিনি। ‘জুম্মে কি রাত’ থেকে ‘৪৪০ ভোল্ট’, মিকার কণ্ঠে একাধিক সুপারহিট গান রয়েছে সলমনের ছবির। সেই সূত্রে দুজনের মধ্যে সম্পর্কও খুব ভালো। তবে এই সম্পর্ক টিকিয়ে রাখতে একবার কী কাণ্ড করেছিলেন মিকা (Mika Singh), তা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
সলমনের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মিকা (Mika Singh)
মিকা (Mika Singh) জানান, ১৯৯০ সালের দিকে সলমনের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তাঁর। কিন্তু সে সময়ে তাঁর ফোন নম্বর তিনি নেননি। মিকার একটি শুটে এসেছিলেন সলমন। দুজনের মধ্যে কথাও হয়েছিল সে সময়। পরে হিমেশ রেশমিয়া তাঁকে ডাকেন সলমনের ‘বডিগার্ড’ ছবিতে গান গাওয়ার জন্য। গায়ক এও জানান, তাঁর বহুল জনপ্রিয় গান ‘জুম্মে কি রাত’ নাকি তাঁর নিজের একেবারেই পছন্দ ছিল না। কিন্তু সলমনের তা দারুণ লেগেছিল।
একাধিক গান গেয়েছেন অভিনেতার জন্য: ‘হ্যাংওভার’ গানের স্মৃতিচারণ করে মিকা (Mika Singh) বলেন, সলমন তাঁকে ফোন করে জানিয়েছিলেন, গানটি তিনি নিজেই গাইতে চান। কোনো আপত্তি করেননি মিকা। তবে অভিনেতার এক আত্মীয় গানটি শুনে বলেছিলেন, মিকার (Mika Singh) ভার্সনটাই বেশি ভালো লাগছে শুনতে। শেষমেষ দুজনেরই গান রেকর্ড হয়। তবে একটি গানের ক্ষেত্রে একটু বুদ্ধি খাটাতে হয়েছিল মিকাকে।
আরো পড়ুন: হলের মধ্যেই এক মহিলা… এই ছবি দেখে প্রেক্ষাগৃহেই অসুস্থ হচ্ছে দর্শক! ব্যবসায় টেক্কা দিল ‘পুষ্পা’কে
বদলাতে হয়েছিল এই শব্দ: সাক্ষাৎকারে মিকা (Mika Singh) জানান, একটি গানের ক্ষেত্রে একটি শব্দ পরিবর্তন করতে হয়েছিল তাঁকে। ‘ক্যাটরিনা’ শব্দটি বদলে ‘জ্যাকলিনা’ করে দিয়েছিলেন তিনি, শুধুমাত্র ভাইজানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য। মাঝে মাঝেই নাকি রাত দুটোয় মিকাকে (Mika Singh) ফোন করেন সলমন। ফোন না ধরলে নাকি বেশ রেগেও যান তিনি।
আরো পড়ুন: পকেটমানি খরচ করে কিনতেন পোস্টার, সলমনের প্রেমে পড়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন সুস্মিতা!
সলমনের বদমেজাজের কথা সকলেই জানেন বলিউডে। একাধিক অভিনেতা, গায়কের কেরিয়ার নষ্ট হয়েছে তাঁর ক্ষোভের কারণে। তাই নিজের কেরিয়ার বাঁচাতে, সম্পর্ক ঠিক রাখতে গানে অদল বদল করতেও দুবার ভাবেননি মিকা।