বিয়ে না নাটক, স্বয়ম্বর সভা ডেকে পাত্রী পছন্দ করলেন ৪৫-এর মিকা সিং

বাংলাহান্ট ডেস্ক: সঙ্গীত জগতে ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ বলতে সর্বাগ্রে মিকা সিং (Mika Singh) এর নামটাই মনে আসে। ইন্ডাস্ট্রিকে নিজের সুর, কণ্ঠের জাদুতে নাচিয়ে দিলেও এখনো একজন মনের মানুষ পাননি তিনি, যার সঙ্গে নিজেও নেচে উঠতে পারেন রোম‍্যান্টিক গানের তালে। নিজে অনেক চেষ্টা চরিত্র করেও হালে পানি না পাওয়ায় এবার রিয়েলিটি শোয়ের দ্বারস্থ হয়েছেন মিকা।

স্টার ভারত চ‍্যানেলে শুরু হয়েছে ‘মিকা দি বোহতি’। মনের মতো জীবনসঙ্গী খোঁজার জন‍্য স্বয়ম্বর সভার আয়োজন করেছেন সঙ্গীতশিল্পী। ভবিষ‍্যৎ স্ত্রী বাছার জন‍্য তেমন কোনো দাবিদাওয়া নেই মিকার। খুব সাধারণ কয়েকটি গুণ খুঁজছেন তিনি নিজের জীবনসঙ্গিনীর মধ‍্যে।

mika singh swayamvar3
গোটা দেশ থেকে বহু সুন্দরীরা এসে ভিড় করছেন স্বয়ম্বরে। মিকা সিংকে নিয়ে উন্মাদনা তো কম নেই। তবে এতজনের মধ‍্যে থেকে একজন মন কেড়ে নিয়েছে গায়কের। তিনি নীত মহল। চণ্ডীগড়ের নীত এর আগে মিকার সঙ্গে কাজ করেছেন। তবে এবারে পরিস্থিতিটা সম্পূর্ণ অন‍্য রকম। নিজের রন্ধনশৈলী দিয়ে গায়কের মনের রাস্তা খুঁজে নিয়েছেন নীত।

মিকাকে ক্ষীর বানিয়ে খাইয়েছেন তিনি। আর তাতেই ক্লিন বোল্ড গায়ক। এর আগে বেশ কয়েকটি প্রোজেক্টে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। নীতকে যে তাঁর বেশ পছন্দ সেকথা প্রকাশ‍্যেই জানিয়েছেন মিকা। তবে টক্কর কম হচ্ছে না শো তে। নীতের বড় প্রতিদ্বন্দ্বী আকাঙ্খা, যাকে বেশ কয়েকবার মিকার সঙ্গে দেখা গিয়েছে অতীতে। দুজনের সম্পর্কও বেশ ভাল।

উল্লেখ‍্য, এর আগে এমনি রিয়েলিটি শোতে রাখি সাওয়ান্ত, রতন রাজপুতের মতো তারকাদেরও আংটি বদল করতে দেখা গিয়েছিল। কিন্তু শো শেষ হতেই সে সম্পর্কও শেষ হয়ে যায়। মল্লিকা শেরাওয়াতও শোতে বিজয় সিংকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করেছিলেন। শো শেষ হওয়ার পর কিছুদিন সম্পর্কে থাকার পর এক বছরের মধ‍্যেই যে যার নিজের পথে।

ব‍্যতিক্রম একমাত্র রাহুল মহাজন। ২০১০ এ তাঁর স্বয়ম্বর শো ‘রাহুল দুলহনিয়া লে জায়েঙ্গে’ তে ডিম্পি গাঙ্গুলীকে পছন্দ করে বিয়ে করেছিলেন তিনি। শো শেষ হওয়ার পরেও চার বছর দিব‍্যি বিবাহিত সম্পর্কে ছিলেন দুজনে। তারপর বিচ্ছেদ হয়ে যায় দুজনের। এবার মিকার ভাগ‍্যে কী নাচছে সেটা দেখার অপেক্ষা।

Niranjana Nag

সম্পর্কিত খবর