বাঙালি মেয়েতেই মন মজল দূর্গাপুরের ছেলের, প্রান্তিকার বাড়িতে বিয়ের আগেই জামাই আদর মিকার

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের কনে খুঁজতে বেরিয়েছেন মিকা সিং (Mika Singh)। বয়স গড়িয়ে চলেছে নিজের গতিতে। এদিকে প্রেম করে ওঠা হল না। তাই শেষমেষ রিয়েলিটি শোতেই বউ খুঁজছেন মিকা। স্বয়ম্বর ‘মিকা দি ভোহতি’ শোতে বিয়ের জন‍্য যোগ‍্য মানুষ খুঁজছেন তিনি। ইতিমধ‍্যেই চারজন ফাইনালিস্ট নির্বাচিত হয়ে গিয়েছেন শোতে। তাদের মধ‍্যে বাঙালি কন‍্যে প্রান্তিকা দাস (Prantika Das) বিশেষ ভাবে মন কেড়ে নিয়েছেন মিকার।

কলকাতার মেয়ে প্রান্তিকা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। বাংলা এবং দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা। সম্প্রতি দেব রুক্মিনী অভিনীত ‘কিশমিশ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। শোতে প্রথম থেকেই মিকার নজর কেড়ে নিয়েছিলেন প্রান্তিটা। তাঁর মিষ্টি ব‍্যবহার, সুন্দর গানের গলা মুগ্ধ করেছে মিকাকে। প্রান্তিকার কণ্ঠে বাংলা গান বেশ পছন্দ করেন তিনি।

Prantika
প্রান্তিকাকে ‘কিউট বাচ্চা’ বলে মাঝে মাঝেই মজা করে ডাকেন মিকা। তাঁর শিশু সুলভ আচরণে অন‍্য প্রতিযোগীরা রেগে গেলেও গায়ক বারবার বলেছেন, প্রান্তিকার সামনে তিনি বাস্তবিকই বাচ্চার মতো হয়ে যান। দুজনের রসায়ন বিশেষ ভাবে নজর কেড়েছে সবার।

Mika 1
পাশাপাশি প্রান্তিকা ভাল রান্নাও জানেন। একটি পর্বে টক মিষ্টি চিকেনের আইটেম বানিয়ে মিকাকে চমকে দিয়েছিলেন। অনেকেই জানেন, মিকার জন্ম হয়েছিল দূর্গাপুরে। তাঁর বাবা ছিলেন গুরুদ্বারার গ্রন্থী বা পুরোহিত। প্রথম জীবনে মন্দিরের পেছনে গুরুদ্বারার গ্রন্থীদের বাসস্থানেই বড় হয়ে উঠেছিলেন মিকা। তাঁর যখন চার বছর বয়স তখন পরিবারের সঙ্গে দিল্লি চলে যান তিনি। প্রান্তিকার সঙ্গে মাঝে মাঝেই বা‌ংলা ভাষায় কথা বলতে দেখা গিয়েছে মিকাকে।

Mika
শোয়ের নিয়ম অনুযায়ী, চার ফাইনালিস্টের বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন মিকা। কলকাতায় প্রান্তিকার বাঙালি বাড়িতে বিয়ের আগেই জামাই আদর পাচ্ছেন তিনি। মিষ্টি সহ নানান বাঙালি খাবার দিয়ে আপ‍্যায়ণ করা হয়েছে গায়ককে। পাশাপাশি বাঙালি বিয়ের পরবর্তী মজার সব খেলাও খেলেছেন মিকা প্রান্তিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর