বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে যতজন বাঙালি অভিনেত্রী নিজের নাম করতে সক্ষম হয়েছিলেন তাঁদের মধ্যে বিপাশা বসুর (Bipasha Basu) নাম না নিলেই নয়। বলিউডে দীর্ঘদিন চলেছে বিপাশা অধ্যায়। তাঁর রূপের মাদকতায় বুঁদ হয়েছেন বহু অভিনেতা। একাধিক প্রেম শেষে অবশ্য করণ সিং গ্রোভারের গলাতেই মালা দিয়েছেন বিপাশা (Bipasha Basu)। তাঁদের জুটিটাও অনেকেই পছন্দ করে। কিন্তু এবার তাঁদের নিয়েই এক বিষ্ফোরক সত্যি ফাঁস করেছেন বলিউড গায়ক মিকা সিং।
বিপাশা (Bipasha Basu) করণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করলেন মিকা
বিপাশা (Bipasha Basu) করণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাকি ভয়াবহ। বলিউডের খ্যাতনামা জুটি সম্পর্কে সম্প্রতি এমনি বিষ্ফোরক মন্তব্য করে বসলেন মিকা। আসলে একটি ওয়েব সিরিজের জন্য বিপাশা (Bipasha Basu) এবং করণের সঙ্গে কাজ করেছিলেন তিনি। কী এমন ঘটেছিল সেখানে যে মিকা এতই বীতশ্রদ্ধ হয়ে পড়লেন যে প্রযোজনার কাজ ছেড়েই দিলেন!
ওয়েব সিরিজের প্রযোজনা করেছিলেন: করোনা কালের ঠিক আগে প্রযোজনার কাজও শুরু করেছিলেন মিকা সিং। ‘ডেঞ্জারাস’ নামের একটি ওয়েব সিরিজের প্রযোজনা করেই অবশ্য ক্ষান্ত দেন তিনি। তার নেপথ্যে কী ছিল কারণ তা এতদিন পর খোলসা করলেন গায়ক। এক সাক্ষাৎকারে মিকা জানান, প্রথম কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না বলে ‘রাজ’ খ্যাত বিক্রম ভাটের গোটা টিমকে বুক করেছিলেন তিনি। আর বাজেটের মধ্যে যাতে মিটে যায়, তাই করণ সিং গ্রোভারকে কাস্ট করেন মিকা। তাঁর বিপরীতে একজন নবাগতাকে নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু বিপাশা (Bipasha Basu) নিজেই জোর করেন করণের সঙ্গে কাজ করার জন্য।
আরো পড়ুন : কাজাখস্তানের পর দক্ষিণ কোরিয়া! ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ১৭৯, ভিডিও দেখলে আঁতকে উঠবেন
কী কাণ্ড করেছিলেন তাঁরা: মিকা জানান, লন্ডনে এক মাসের শিডিউল ছিল তাঁদের। কিন্তু করণ বিপাশার (Bipasha Basu) জন্য তা দু মাস পর্যন্ত চলে। যেহেতু তাঁরা বিবাহিত ছিলেন, তাই তাঁদের জন্য একটিই ঘর বুক করেছিলেন মিকা। কিন্তু বিপাশা করণ আলাদা আলাদা ঘর তো দাবি করেইছিলেন, উপরন্তু হোটেল বদলাতেও বাধ্য করেছিলেন। এখানেই শেষ নয়। মিকা জানান, চুক্তিপত্রে সাক্ষর করা সত্ত্বেও অনস্ক্রিন চুম্বন দৃশ্য করতে চাননি করণ বিপাশা (Bipasha Basu)।
আরো পড়ুন : ডেবিউ করেই ‘বং ক্রাশ’ দেবের ‘কিশোরী’, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা, জানেন?
ক্ষুব্ধ মিকা বলেন, এই ধরণের তারকারা ছোটখাটো চরিত্রের জন্যও ধর্মা বা যশ রাজ প্রোডাকশনের মতো বড় প্রযোজনা সংস্থার পায়ে পড়ে যায়। কিন্তু ছোট প্রযোজকদের যেন এঁরা ধর্তব্যের মধ্যে আনে না। অথচ তাঁরাও তো টাকা খরচ করছে! গায়ক আরো বলেন, সলমন খান, অক্ষয় কুমাররা তাঁকে বারণ করেছিলেন প্রযোজক হয়ে টাকা নষ্ট না করতে। কিন্তু তিনি কানে তোলেননি। বিপাশা করণের ‘ডেঞ্জারাস’ মুক্তি পেয়েছিল এমএক্স প্লেয়ারে। কিন্তু একটা সিজন চলার পরেই তা বন্ধ করে দেওয়া হয়।