সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে বোন তুলে অশ্লীল গালাগালি, মিকা সিংকে গ্রেফতারির দাবিতে সরব নেটদুনিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় বলিউড (bollywood) গায়ক মিকা সিংয়ের (mika singh) একটি টুইট (tweet) নিয়ে এখন জোর শোরগোল শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। জনৈক টুইটার ব‍্যবহারকারীর বোন তুলে জঘন‍্য ভাষায় গালিগালাজ করতে দেখা গিয়েছে মিকাকে। সেই টুইটকে ঘিরেই তোলপাড় নেটপাড়া। মিকা সিংকে গ্রেফতারির দাবিও তুলেছে নেটিজেনরা।

তবে মিকার যে টুইটটি ভাইরাল হয়েছে সেটি এখনকার না, বরং ৪ বছর পুরনো, ২০১৬ সালের। এক ব‍্যক্তির টুইটের উত্তরে গায়ক তাঁর বোন তুলে অত‍্যন্ত কদর্য ভাষায় গালিগালাজ করেন। সেই টুইটই এখন ভাইরাল হয়েছে ফের। নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন গায়কের। এই টুইটের মাধ‍্যমেই বোঝা গিয়েছে মিকা মহিলাদের কতটা সম্মান করেন, এমনটাই বক্তব‍্য তাদের।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানে গিয়ে গান গাওয়ার জন‍্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মিকা সিং। শোনা যায়, কুখ‍্যাত ডন দাউদ ইব্রাহিমের পরিবারের কোন এক সদস‍্যের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন‍্য পাকিস্তান যান মিকা সিং। সেই অনুষ্ঠানের সঙ্গে ISI যোগও ছিল বলে শোনা যায়।


পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়তের রিপোর্ট থেকে জানা যায়, প্রাক্তন পাক রাষ্ট্রপতি পারভেজ মুশারফের এক আত্মীয়ের মেহেন্দি অনুষ্ঠানে পারফর্ম করার জন‍্য গিয়েছিলেন মিকা সিং। উল্লেখ‍্য, মিকা যে সময় পাকিস্তানে পারফর্ম করতে যান তার ঠিক আগে আগেই জম্মু কাশ্মীরের উপ‍র থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। এতে দুই দেশের মধ‍্যেকার সম্পর্ক আরো বিষিয়ে যায়।

https://twitter.com/MikaSingh/status/737692682189934592?s=19

এমতাবস্থায় মিকা সিংয়ের পাকিস্তানে অনুষ্ঠান করতে যাওয়ার খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশবাসী। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এর তরফে ভারতে মিকাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে অবশ‍্য প্রকাশ‍্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে ছাড় পান মিকা সিং।

সম্পর্কিত খবর

X