বিয়েই হচ্ছে না, শেষমেষ স্বয়ম্বর সভা ডেকে বৌ খুঁজবেন মিকা সিং!

বাংলাহান্ট ডেস্ক: এত বয়স হয়ে গেল। এখনো পর্যন্ত মনের মতো জীবনসঙ্গীই পেলেন না মিকা সিং (Mika Singh)। শেষমেষ সলমন খানের মতো হাল হবে না তো? সেই ভাবনা থেকেই আসছে এবার নতুন রিয়েলিটি শো। নাম, ‘স্বয়ম্বর- মিকা দি ভোহতি’ (Swayamvar- Mika Di Vohti)। এই শোয়ের প্রতিযোগীদের মধ‍্যে থেকে নিজের যোগ‍্য অর্ধাঙ্গিনী খুঁজে নেবেন মিকা এবং বিয়েও করবেন।

হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। এমন বিষয় নিয়ে আবারো তৈরি হতে চলেছে রিয়েলিটি শো। এর আগেও স্বয়ম্বরের ভাবনা নিয়ে শো হয়েছে। সেখানে দেখা গিয়েছে রাখি সাওয়ান্ত, শেহনাজ গিল, রাহুল মহাজনদের মতো তারকাদের। এবার পালা মিকার।

mika singh 0
খবরের সত‍্যতায় শিলমোহর দিয়ে গায়ক বলেন, “বহু বছর ধরে বিয়ের অনুষ্ঠানে আমার গান বেজেছে। সিঙ্গল, ডুয়েট সব ধরনের গানই গেয়েছি আমি। গান তো এখনো একাই গাইতে পারি। কিন্তু জীবনে ডুয়েট করার ইচ্ছা হয়। কারণ নিজের মানুষজনদের সঙ্গেই তো আসল মজাটা আসে।”

জানা যাচ্ছে, এই শোতে অংশ নেওয়ার জন‍্য ৫০ কোটি টাকা দাবি করেছেন মিকা। তবে বিয়ে নয়, শোতে তিনি শুধুই বাগদান করবেন বলে জানা গিয়েছে। শো শেষ হওয়ার পর সম্পর্ক এগোবে। স্টার ভারত চ‍্যানেলে নতুন শোটি সম্প্রচারিত হবে বলে খবর। গোটা দেশ থেকেই প্রতিযোগীরা আসবেন বলে খবর।

উল্লেখ‍্য, এর আগে এমনি রিয়েলিটি শোতে রাখি সাওয়ান্ত, রতন রাজপুতের মতো তারকাদেরও আংটি বদল করতে দেখা গিয়েছিল। কিন্তু শো শেষ হতেই সে সম্পর্কও শেষ হয়ে যায়। মল্লিকা শেরাওয়াতও শোতে বিজয় সিংকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করেছিলেন। শো শেষ হওয়ার পর কিছুদিন সম্পর্কে থাকার পর এক বছরের মধ‍্যেই যে যার নিজের পথে।

ব‍্যতিক্রম একমাত্র রাহুল মহাজন। ২০১০ এ তাঁর স্বয়ম্বর শো ‘রাহুল দুলহনিয়া লে জায়েঙ্গে’ তে ডিম্পি গাঙ্গুলীকে পছন্দ করে বিয়ে করেছিলেন তিনি। শো শেষ হওয়ার পরেও চার বছর দিব‍্যি বিবাহিত সম্পর্কে ছিলেন দুজনে। তারপর বিচ্ছেদ হয়ে যায় দুজনের। এবার মিকার ভাগ‍্যে কী নাচছে সেটা দেখার অপেক্ষা।

Niranjana Nag

সম্পর্কিত খবর