ফিলিপাইনে ৯২ যাত্রী নিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার সেনার বিমান, মৃত কমপক্ষে ১৭

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ফিলিপাইনে রবিবার একটি সেনা বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ওই বিমানে ৯২ জন জওয়ান সওয়ার ছিল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় ১৭ জন জওয়ান মারা গিয়েছেন। ফিলিপাইনের সেনা প্রধান জেলারেল সিরিলিটো সোবেজানা বলেন, C-130 এর ধ্বংসাবশেষ থেকে এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিমানটি সুলু প্রান্তের জোলো আইল্যান্ডে অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার শিকার হয়। বিমানটি দক্ষিণ দক্ষিণ কাগায়ান ডি ওরো শহর থেকে জওয়ানদের নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, বিমানটি যেখানে নামা চেষ্টা করছিল সেখানে ধার্মিক কট্টরপন্থীরা সক্রিয় ভাবে সেনা বিরোধী গতিবিধি চালায়।

সোবেজানা বলেন, বিমান অবতরণ করার সময় কোনও সমস্যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। বিমানে থাকা কমপক্ষে ৪০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর বাকিদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনও এটা পরিস্কার না যে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।

সুলু এলাকায় সক্রিয়ভাবে গতিবিধি চালানো কট্টরপপন্থীরা ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত। তাঁদের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে নাকি বলা মুশকিল, সেনা-পুলিশ তদন্ত চালাচ্ছে। এখনও কোনও সংগঠনই এর দায় স্বীকার করেনি।

Koushik Dutta

সম্পর্কিত খবর