বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে। ওই জঙ্গির হত্যার পিছনে ভারতের (India) হাত রয়েছে বলে দাবি করেছে কানাডা (Canada)। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত। আর এর মধ্যেই এবার দুই দেশের শক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোন দেশের শক্তি বেশি?
সামরিক শক্তি: সামরিক শক্তির (Military Power) দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। অন্যদিকে, কানাডার স্থান ২৭ নম্বরে। এই তালিকায় সবার উপরে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন। ভারতের অ্যানেক্স স্কোর ০.১০২৫। ০.০০০০ স্কোরকে পারফেক্ট বলে ধরা হয়। তবে এই অ্যানেক্স স্কোর রাশিয়ার ক্ষেত্রে ০.৩৯৫৬। যা ভারতের তুলনায় অনেক কম।
জনশক্তি: ভারতের জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ সামরিক পরিষেবার জন্য উপযুক্ত। প্রতিবছর ২ কোটি ৩৬ লক্ষ ২৩ হাজার ৮৩৭ জন ভারতীয় প্রতি বছর আর্মিতে (Army) যোগ দেওয়ার যোগ্যতা রাখে। দেশে সামরিক বাহিনীর আনুমানিক সংখ্যা ৫১ লক্ষ ৩২ হাজার। এর মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার সামরিক কর্মী এবং ১১ লক্ষ ৫৫ হাজার রিজার্ভ কর্মী। ভারতে আধা-সামরিক বাহিনীর শক্তি ২৫ লক্ষ ২৭ হাজার। সেনাবাহিনীতে আমাদের দেশের ২১ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন সৈনিক কাজ করছেন । এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনীতে কাজ করছেন যথাক্রমে ১ লক্ষ ৪২ হাজার ২৫২ জন এবং ৩ লক্ষ ১০ হাজার ৫৭৫ জন।
কানাডা ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। জনসংখ্যার মাত্র ৩৫ শতাংশ মানুষ সামরিক বাহিনীর অংশ নেওয়ার যোগ্য। এখানে প্রতিবছর ৪ লক্ষ ২০ হাজার ৫৫৯ সেনাবাহিনীতে যোগদানের যোগ্য হয়। কানাডায় মোট সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৯৪ হাজার ৫০০ জন, এর মধ্যে ৭০ হাজার সক্রিয় কর্মী এবং ১৯ হাজার রিজার্ভ কর্মী। ৫,৫০০ আধা-সামরিক কর্মী (Para-Military), ১৫ হাজার ৬২০ বিমান বাহিনী এবং ৪২ হাজার সেনা সদস্য এবং ১৫ হাজার ৭০০ নৌবাহিনীর সদস্য রয়েছে।
বিমান বাহিনীর শক্তি: ভারতের কাছে ২ হাজার ২১০টি বিমান মজুত রয়েছে। এক্ষেত্রেও কানাডা অনেক পিছিয়ে। কানাডায় মাত্র ৩৭৬টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ৬৩টি ফাইটার এয়ারক্রাফট রয়েছে।
অন্যদিকে, ভারতের নৌ-বাহিনীর (Navy) শক্তি কানাডার আছে অনেকটাই বেশি। ভারতের নৌ-বহরের মোট শক্তি ২৯৫টি। কানাডার মাত্র ৬১টি রয়েছে নৌ-বহর রয়েছে।