১৫ মাসেই কোটিপতি! ৩৫ পয়সার শেয়ার হয়েছে ৫৫৪ টাকা, আপনিও হতে পারেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শেয়ার মার্কেটে (Share Market) বিনিয়োগকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। পাশাপাশি, সেখানে এমন কিছু শেয়ার রয়েছে যা দুর্দান্ত রিটার্ন এনে দিচ্ছে বিনিয়োগকারীদের। যার ফলে বড়সড় লাভের সম্মুখীন হচ্ছেন তাঁরা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি মাল্টিব্যাগার শেয়ার (Multibagger Share) সম্পর্কে জানাবো যেটি দু’বছরে তার বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়ে দিয়েছে।

মূলত, আমরা যে শেয়ারটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি হল সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (Sel Manufacturing Company Ltd) শেয়ার। গত দু’বছরে এই সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের ১,৫৮,১৮৫ শতাংশের বেশি রিটার্ন দিয়ে অবাক করে দিয়েছে। যদিও, বিগত ৬ মাসে এই শেয়ার কিছুটা চাপে রয়েছে। এই সময়ে শেয়ারটির দর ৪১.৪২ শতাংশ কমেছে। এমতাবস্থায়, গত সোমবার NSE-তে শেয়ারটি ৫৫৪.১০ টাকায় বন্ধ হয়েছে। যা আগের চেয়ে ৫ শতাংশ কম।

৩৫ পয়সা থেকে ৮৬২.২৫ টাকায় পৌঁছে গিয়েছে স্টকের দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারের মূল্য NSE-তে ৩৫ পয়সা (২৭ অক্টোবর, ২০২১-এ বন্ধ হওয়ার মূল্য) থেকে বেড়ে ২০২৩-এর ৯ জানুয়ারি ৫৫৪.১০ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে কোম্পানিটির স্টক প্রায় ১৫৮১৮৫.৭১ শতাংশের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। পাশাপাশি, গত এক বছরে শেয়ারটির দর বেড়েছে ৮০.৭১ শতাংশ।

MONEY CASH NEWS

কত হয়েছে লাভ: এমতাবস্থায়, সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারমূল্যের পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যাবে যে, যদি কোনো ব্যক্তি ১৫ মাস আগে ৩৫ পয়সা দরে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই পরিমান বেড়ে হত প্রায় ১৬ কোটি টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, সংস্থাটি ঋণের মধ্যে রয়েছে। পাশাপাশি, বিগত কিছুদিন যাবত ট্রেডিংও বন্ধ রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর