মার্চ মাসে অকেজো হয়ে যাবে লক্ষ লক্ষ প্যান কার্ড! আপনারটা সচল রাখতে মেনে চলুন এই নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: এবার প্যান কার্ড (Pan Card) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে আনল আয়কর দফতর (Income Tax Department)। শুধু তাই নয়, ওই নির্দেশ না মানলে অকেজো হয়ে যেতে পারে আপনার প্যান কার্ডটি। ইতিমধ্যেই টুইট মারফত সমগ্ৰ বিষয়টি সামনে এনেছে সংশ্লিষ্ট দফতর। জানা গিয়েছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে প্যান কার্ডগুলিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে ফেলতে হবে। অন্যথায়, সেগুলি সম্পূর্ণ অকেজো হয়ে যাবে।

এই প্রসঙ্গে গত শনিবার আয়কর দফতর একটি টুইট মারফত জানিয়েছে যে, আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্যান কার্ডটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে হবে। পাশাপাশি তা না হলে আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে এই কার্ড। এছাড়াও, টুইটে আয়কর দফতর জানিয়েছে, ‘‘১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ মার্চের আগে দেশের সমস্ত প্যান কার্ড গ্রাহকদের বাধ্যতামূলক ভাবে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। এমতাবস্থায়, যাঁরা তা করাবেন না, তাঁদের আগামী ১ এপ্রিল, ২০২৩ থেকে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।” শুধু তাই নয়, আয়কর দফতর আরও জানিয়েছে, ‘‘যেটি বাধ্যতামূলক, সেটি দরকারিও বটে। তাই আর দেরি না করে আজই প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করিয়ে ফেলুন।’’

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না করালে প্যান কার্ড ব্যবহারের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজ আর করা যাবে না। পাশাপাশি, ব্যাঙ্কের কাজের ক্ষেত্রেও সমস্যায় পড়বেন গ্রাহকেরা। এমতাবস্থায়, আয়কর দফতরের www.incometax.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করানো যাবে।

এদিকে, এর আগে আধারের সঙ্গে প্যানের সংযুক্তির শেষ তারিখ ছিল ২০২২ সালের ৩১ মার্চ। তখন এই লিঙ্কটি করতে খরচ হত ৫০০ টাকা। কিন্তু, তারপর ফের একবার এই সংযুক্তির মেয়াদ ১ বছর বাড়িয়ে দেওয়া হয়। এমতাবস্থায়, যাঁরা ২০২২ সালের ১ এপ্রিল কিংবা তারপরে আধার এবং প্যান কার্ডের লিঙ্ক করাচ্ছেন, সেক্ষেত্রে তাঁদের খরচ হচ্ছে ১,০০০ টাকা।

pan card aadhar link 1549698132

প্রসঙ্গত উল্লেখ্য যে, আয়কর দফতর জানিয়ে দিয়েছে, যাঁরা জম্মু ও কাশ্মীর, অসম কিংবা মেঘালয়ের বাসিন্দা এবং যাঁরা ৮০ বছরের কিংবা তার ঊর্ধ্বে রয়েছেন এবং যাঁরা আমাদের দেশের নাগরিক নন, সেক্ষেত্রে তাঁদের প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করানোর প্রয়োজন নেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর