বাংলা হান্ট ডেস্ক: এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল (Mahishadal) থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সেখানে আচমকাই কোটিপতি হয়ে গিয়েছেন বেশ কিছুজন। শুধু তাই নয়, হঠাৎ করেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ লক্ষ টাকা! এদিকে, এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
তবে, অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকলেও সেই চিন্তায় ঘুম উড়েছে ওই ব্যক্তিদের। মূলত, তাঁরা মহিষাদলের ব্লক প্রাণী বন্ধু হিসেবে কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, কিভাবে এবং কেন ওই বিপুল অর্থ তাঁদের অ্যাকাউন্টে ঢুকল তার উত্তর খুঁজতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও, তারপরে খোঁজখবর নিয়ে জানা যায় ভুল করেই ঘটেছে এই ঘটনা।
শুধু তাই নয়, ব্লক প্রশাসনের তরফে সাফাই দেওয়া হয়েছে মূলত ব্যাঙ্কের ভুলের কারণেই ওই টাকা ঢুকেছে। পাশাপাশি, বিষয়টির গুরুত্ব বুঝে ব্লক প্রশাসন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। তবে, আগামী সোমবার ফের তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক হয়ে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মহিষাদল ব্লকের মোট ১১ জন প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে ওই লক্ষ লক্ষ টাকা ঢুকে যায়। তাঁদের মধ্যে কেউ কেউ ছয় লক্ষ, কেউ আবার পাঁচ লক্ষ, এমনকি ৯ লক্ষ টাকাও এসে উপস্থিত হয় অ্যাকাউন্টে। এরপরই ওই ১১ জন প্রাণী বন্ধুদের টাকা ফেরতের নির্দেশ দেয় মহিষাদল ব্লক প্রশাসন।
যদিও, এই ঘটনার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন ওই ১১ জন। কারণ, তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন প্রাণী বন্ধুরা। এমনকি, মাসের শুরু হয়ে গেলেও বেতনও তুলতে পারছেন না তাঁরা। তবে, ব্লক প্রশাসনের টাকা কিভাবে সরাসরি প্রাণী বন্ধুদের অ্যাকাউন্টে ঢুকল, তা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।