বাংলা হান্ট ডেস্ক : তিনি বলেন,”সবাই ত্রান পাবেন। আমারা সব সময় মনুষের পাশে আছি। আমাদের কাজ কথাবলবে। আমি কিছু বলব না। তাঁর মতে ভগবানের অসীম দয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে অনেক কম ক্ষতি হয়েছে। যেখানে হয়েছে সেখানে আমাদের নেতৃত্ব পৌঁচ্ছেন। রাত জেগে কাজ করেছেন। সাবাইকে ধন্যবাদ জানাব এই ধরনের উদ্যোগ
নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীও রাত জেগে ঝড়ের মোকাবিলা করেছেন। তিনিও নজরদারি চালিয়ছেন। রবিবার সন্ধায় নিজের লোকসভাকেন্দ্রেরবারুইপুরেরফুলতলাতে বুলবুলে ক্ষতিগ্রস্থদের নিজের হাতে ত্রান তুলে দিতে এসে এই কথাইবললেন যাবদপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী। এদিন সন্ধায় তিনিফুলতলা মোড়ে এক অনুষ্ঠানে এসে ত্রান তুলে দেন ক্ষতিগ্রস্থদের হাতে। তার
আগে তিনি ওই এলাকার বুলবুলে ক্ষতিগ্রস্থ জায়গাগুলি পরিদর্শন করেন।
দুর্গতদের সঙ্গে কথাও বলেন। তারপর তাঁদের হাতে ত্রান সামগ্রী ত্রিপল তুলে দেন। এদিন মিমির সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শ্যামসুন্দর চক্রবর্তী।