বাংলাহান্ট ডেস্ক: এপার বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও পৌঁছে গিয়েছে মিমি চক্রবর্তীর (mimi chakraborty) জনপ্রিয়তা। টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে প্রিয় অভিনেত্রী তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। মিমির অনুরাগী যে বাংলাদেশেও আছে এবার তা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। বাংলাদেশের এক মিউজিক ভিডিওতে অভিনয় করলেন মিমি।
বাংলাদেশের টি এম রেকর্ডসের নতুন মিউজিক ভিডিওতে দেখা মিলবে মিমির। তাঁর বিপরীতে রয়েছেন ওপার বাংলার নামী অভিনেতা নীরব। গানের নাম ‘তুই আর আমি চল করি পাগলামি’। গান গেয়েছেন আরেফিন রুমি। নাচের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।
কিছুদিন আগেই রাজস্থানের মরুভূমিতে ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন মিমি। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে সেখানেই। টলিউড থেকে বহু অভিনেতা অভিনেত্রীই বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও মিমি এই প্রথম ওপার বাংলার কোনো মিউজিক ভিডিওতে কাজ করলেন। উচ্ছ্বসিত অভিনেতা নীরবও। জানিয়েছেন মিমি শুটিংয়ে খুব সহযোগিতাও করেছেন।
উল্লেখ্য, এই মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য দলীয় বৈঠকে যোগ দেননি মিমি। অনুপস্থিত ছিলেন নুসরত জাহানও। তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়োজন করেছিলেন একটি সংসদীয় বৈঠক। কিন্তু সেখানে দেখা মেলেনি বসিরহাট ও যাদবপুরের সাংসদের।
অভিনয় জগতের এই দুই ‘বন্ধু’ সাংসদ একসঙ্গে গরহাজির কেন বৈঠকে? নুসরত মিমিকে তার কারণ দর্শাতে বলা হয়েছিল বলে খবর। কিছুদিন আগেই সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন একসঙ্গে সংসদে গিয়েছিলেন মিমি নুসরত। অনেকদিন পরে একসঙ্গে দেখা মিলেছিল তাঁদের।
কিছুদিন দিল্লিতে কাটিয়ে তারপরেই কলকাতায় ফিরেছিলেন তাঁরা। এমনকি সংসদে দাঁড়িয়ে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতেও দেখা গিয়েছিল নুসরতকে। তিন মাসের একরত্তি ছেলেকে কলকাতায় রেখেই দিল্লি গিয়েছিলেন তিনি। কিন্তু অভিষেকের ডাকা সংসদীয় বৈঠকে তিনি কেন উপস্থিত হননি তা জানা যায়নি।