চুপিচুপিই বিয়ে সারলেন মিমি? কনের সাজে তৃণমূল সাংসদের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: পরনে লাল বেনারসী, সোনার গয়না, মাথায় মুকুট, কনের বেশে ধরা দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। সোশ‍্যাল মিডিয়ায় কনের বেশে মিমির ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে। আর তা দেখেই জোর চমকেছেন নেটিজেনরা।

সোশ‍্যাল মিডিয়ায় সম্প্রতি কয়েকটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেখানে এক্কেবারে বিয়ের কনের বেশে দেখা গিয়েছে মিমিকে। বলা বাহুল‍্য এমন ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। প্রথম দেখায় রীতিমতো চমকে গিয়েছিলেন নেটিজেনরা। তবে কি চুপিসাড়েই বিয়ে সেরে ফেললেন মিমি? পাত্রই বা কে? উঠছিল এমন প্রশ্ন।


তবে তারপর জানা যায়, আসল বিয়ে না বরং নকল বিয়ের জন‍্যই এমন সাজ মিমির। আসলে প্রখ‍্যাত একটি গয়নার ব্র‍্যান্ডের বিজ্ঞাপনের জন‍্যই এমন সাজে সেজেছেন অভিনেত্রী। সেই বিজ্ঞাপনের শুটের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CFzwOKiBu5G/?igshid=1ah95u3hxdhql

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই জল্পনা শোনা গিয়েছিল ‘বোনু’ নুসরত জাহানের মতো এবার মিমিও খুব শীঘ্রই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। বিয়ের কথা না জানা গেলেও প্রেমে যে মিমি পড়েছেন তা নিয়েই গুঞ্জন শোনা যাচ্ছিল নেটপাড়ায়।

কিন্তু হঠাৎ এমন জল্পনার কারন কি? আসলে অভিনেতা যশ দাশগুপ্তর (yash dasgupta) কমেন্ট দেখেই এমন সন্দেহ জাগে নেটপাড়াবাসীর। সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি সেলফি পোস্ট করেন মিমি। খোলা চুলে জাদু ছড়িয়ে ছবির ক‍্যাপশনের দায়িত্ব অনুরাগীদের হাতেই ছেড়ে দেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Planet Bangla (@tollyplanetbangla) on

সেখানেই কমেন্ট করেন যশ। তিনি লেখেন, ‘লভ ইজ ইন দ‍্য ‘হেয়ার”। উত্তর দেন মিমিও। আর এই কমেন্ট দেখেই জল্পনা তুঙ্গে ওঠে নেটজনতার। তাহলে কি প্রেমের বাঁশি বেজেছে মিমির জীবনে? যশের সঙ্গেই কি সম্পর্কে জড়িয়েছেন তিনি? উত্তর খুঁজছে নেটিজেনরা।

তবে উত্তর মেলেনি এখনও মিমির তরফে। সাংসদের দায়িত্ব এবং অভিনয়ের কেরিয়ার নিয়েই এখন তুমুল ব‍্যস্ত তিনি। অতি সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি, যশ ও নুসরত জাহান অভিনীত ‘SOS Kolkata’ র টিজার। এবছর পুজোতেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

X