দূর্গা রূপে মিমি চক্রবর্তী, রাম-সীতার ভূমিকায় জিতু-মধুমিতা; শুটিং শুরু মহালয়ার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর (mimi chakraborty) এবার নয়া চমক। মহিষাসুর মর্দিনীর ভূমিকায় এবার অবতীর্ণ হতে চলেছেন মিমি। সঙ্গে সীতা (sita) রূপে দেখা যাবে মধুমিতা সরকারকে (madhumita sarkar)। সৌজন‍্যে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ‍্যায়ের ‘মহালয়া’ (mahalaya)।

এ বছর এক জনপ্রিয় বাংলা চ‍্যানেলের মহালয়াতে মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। তবে শুধু দেবী দূর্গা ও মহিষাসুরের যুদ্ধই নয়। চিরাচরিত গণ্ডির বাইরে বেরিয়ে রামচন্দ্রের করা দূর্গার অকালবোধনও দেখানো হবে এই মহালয়াতে।


সীতার ভূমিকায় ছোটপর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকারকে নির্বাচন করেছেন পরিচালক। তাঁর পাশে রামের চরিত্রে দেখা যাবে জিতু কামালকে। চমক রয়েছে রাবণের চরিত্রে। এই চরিত্রের জন‍্য খাস মুম্বই থেকে অভিনেতা নিয়ে আসছেন কমলেশ্বর।

রাবণের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। এই মহালয়ার মাধ‍্যমেই দীর্ঘদিন পর ফের ছোটপর্দায় পা রাখতে চলেছেন তিনি। রাবণের ভূমিকায় তাঁকে যে বেশ মানিয়েছে তাও জানিয়েছেন অভিনেতা।

জিতু কামালকে এতদিন শিবের চরিত্রেই বেশি দেখা গিয়েছে। এই প্রথম রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। অপরদিকে সম্প্রতি বড়পর্দায় অভিষেক করেছেন মধুমিতা। বর্তমানে ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

https://www.instagram.com/p/CEGVD1YBmIk/?igshid=1snbi2vyd961u

কমলেশ্বর মুখোপাধ‍্যায়ের পরিচালনায় মহালয়ার শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ‍্যেই। পরিচালক জানিয়েছেন, যাবতীয় নিরাপত্তা বিধি মেনেই চলছে শুটিং। এমনকি রাম রাবণ, দূর্গা মহিষাসুরের যুদ্ধও শুট হয়েছে দূরত্ব মেনেই।

বাঙালির সবথেকে বড় উৎসবের বাকি আর প্রায় দু মাসের মতো। অন‍্যান‍্য বার এই সময় দম ফেলার ফুরসত থাকে না বড় বড় পুজো উদ‍্যোক্তাদের। কিন্তু এবারে চিত্রটা অনেকটাই ভিন্ন। অনেক পুজো প্রাঙ্গনে এখনও প‍্যান্ডেলের কাঠামোই বাঁধা হয়নি। তবে কিছু কিছু বড় পুজো শুরু করেছে তোড়জোড়। তবে সবারই একটাই কথা, বাজেটে বেশিরভাগ গুরুত্বটাই দেওয়া হচ্ছে সুরক্ষার দিকে।

সম্পর্কিত খবর

X