ক‍্যানসার আক্রান্ত ‘বড় ছেলে’, চিকুর জন‍্য অনুরাগীদের কাছে সাহায‍্য চাইলেন বিধ্বস্ত মিমি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মানসিক ভাবে ভেঙে পড়েছেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। ‘বড় ছেলে’ চিকুর (chickoo) ক‍্যানসার (cancer) ধরা পড়েছে। ক্রমশ গোটা শরীরে ছড়িয়ে পড়ছে মারণ রোগ। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন ইতিমধ‍্যেই। তাই অনুরাগীদের কাছে সাহায‍্য প্রার্থনা করেছেন মিমি।

অভিনেত্রীর বড় ছেলে চিকুকে এতদিনে সকলেই চিনে গিয়েছেন। সে হল আট বছর বয়সী এক ল‍্যাব্রাডর। সাইবেরিয়ান হাস্কি ম‍্যাক্স হল মিমির ছোট ছেলে। দুই ছেলেই তাঁর নয়নের মণি। প্রায়ই মিমির সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে দেখা মেলে তাঁর দুই ছেলের।


সম্প্রতি চিকুর ছবি শেয়ার করে এই দুঃসংবাদ জানিয়েছেন মিমি। তিনি জানিয়েছেন চিকুর শরীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে ক‍্যানসার। চিকিৎসকরা অস্ত্রোপচারের আশাও ছেড়ে দিয়েছেন। তাই তিনি চেন্নাইয়ে নিয়ে যেতে চান চিকুকে। অনুরাগীদের কাছে তিনি জানতে চেয়েছেন কোনো চেনা জানা পশু চিকিৎসকের কথা।

মিমির পোস্টে উপচে পড়েছে কমেন্ট। অনুরাগীরা থেকে মিমির সতীর্থরা সকলেই সুস্থতা কামনা করেছে চিকুর। সেই সঙ্গে মিমিকে শক্ত থাকার কথা বলেছেন সকলে‌। অভিনেত্রী নিজেও বলেছেন তিনি মানসিক ভাবে বিধ্বস্ত কিন্তু তাঁকে এই লড়াইটা লড়তেই হবে।

https://www.instagram.com/p/CLq5H4ugFaK/?igshid=ngurpkq6dmhq

অতি সম্প্রতি গোয়া থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন মিমি। গোয়ায় গিয়ে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেছেন মিমি। তবে তিনি কোথায় গিয়েছেন প্রথমে সে বিষয়ে কোনো আভাস দেননি অনুরাগীদের। তবে মিমির সাম্প্রতিক ইনস্টা স্টোরি গুলি দেখেই মালুম হয়েছে গোয়াতেই গিয়েছেন তিনি। সমুদ্রের ধারের হোটেল থেকে বেশ কিছু ছবি ভিডিও শেয়ার করেছেন মিমি।

ঘনিষ্ঠ বান্ধবী পার্নো মিত্র, তুতো বোন অঙ্কিতা ও মিমির স্টাইলিস্ট স‍্যান্ডিও গিয়েছিলেন অভিনেত্রীর সঙ্গে ভ‍্যাকেশনে। রেস্তোরাঁতে বসে ভিডিও করার সময় সকলেই ধরা দেন মিমির ক‍্যামেরায়। কিন্তু গোয়া থেকে ফিরেই এমন একটি খবরে রীতিমতো ভেঙে পড়েছেন মিমি।

সম্পর্কিত খবর

X