বাংলাহান্ট ডেস্ক: একাধারে অভিনেত্রী, সাংসদ, আবার গায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনয়ের পাশাপাশি তাঁর গানের গলাও শুনেছেন অনেকেই। একাধিক মিউজিক ভিডিও রয়েছে মিমির। গায়িকা হিসাবে বেশ নামও করেছেন। পুজো উপলক্ষে আরো একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না মিমির!
গণ্ডগোল বাঁধে অভিনেত্রী সাংসদের সাম্প্রতিক পোস্ট করা একটি ভিডিও নিয়ে। দূর্গাপুজো উপলক্ষে এক নতুন মিউজিক ভিডিও আনতে চলেছেন মিমি চক্রবর্তী। সেই মিউজিক ভিডিওরই ছোট্ট এক ঝলক শেয়ার করেছেন তিনি। লাল পাড় সাদা শাড়ি, ব্লাউজ, সোনার গয়নায় সেজেছেন মিমি। কাঁধে একটি ঢাক নিয়ে বাজাতেও দেখা গিয়েছে তাঁকে। পেছনে দূর্গাপ্রতিমা, ব্যাকগ্রাউন্ড ডান্সার সবই আছে। নেই শুধু শব্দ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। ভিডিওটিতে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। গানের ভিডিও অথচ গানই নেই। ঢাক বাজাতে বাজাতে কিছু একটা বলছেন মিমি। অথচ তাঁর ঠোঁট নড়লেও ভেসে আসছে কোনো শব্দই। যান্ত্রিক গোলযোগ বা অন্য কোনো কারণে গোটা ভিডিওতে কোনো আওয়াজ নেই। ক্যাপশনে মিমি লিখেছেন, ‘এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই… আসছি নিয়ে আমাদের পুজোর গান… আরো তথ্যের জন্য সঙ্গে থাকুন।’
এমন শব্দহীন গানের ভিডিও দেখে রসিকতায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এতো সুন্দর গান যারা শুনতে পাওনি তাঁদের মনে প্যাঁচ আছে।’ আবার কেউ খোঁচা দিয়েছেন, ‘শব্দদূষণবিহীন গান… আহা! এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি’।
কেউ লিখেছেন, ‘প্রতিটি অনুষ্ঠানে এমন গান বাজানো হোক। শব্দ দূষণ হবে না।
দারুন উদ্যোগ মিমি চক্রবর্তী। হ্যাটস অফ’। আরেকজন লিখেছেন, ‘মিমি চক্রবর্তীর কন্ঠে অসাধারণ নৃত্য দেখে মন শিহরিত হয়ে উঠল’।
https://www.instagram.com/reel/CirN6ZUJUpc/?igshid=YmMyMTA2M2Y=
তবে এমন শব্দবিহীন টিজার কি আদৌ কোনো যান্ত্রিক গোলযোগ নাকি এর নেপথ্যে রয়েছে অন্য চমক? অনেকের মতে, সবটাই প্রচারের কৌশল। আসলে ব্যাপারটা কী সেটা বোঝা যাবে কিছুদিন পরেই। ততদিন অপেক্ষা।