বাংলাহান্ট ডেস্ক: ফের গরীব মানুষের সহায়তায় সাহায্যের হাত বাড়ালেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। রাজপুর সোনারপুর অঞ্চলের অন্তত ২০০টি পরিবারের কাছে ইফতারের (iftar) জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠালেন তিনি। সেই সঙ্গে লাইভ ভিডিও কলের মাধ্যমে কথাও বললেন তাদের সঙ্গে।
গত বছরে রাজপুর সোনারপুর এলাকার এই মানুষগুলোর সঙ্গেই ইফতার করেছিলেন মিমি। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকম। বলা যায়, এই বছরটাই যেন আলাদা। করোনার ত্রাসে গোটা বিশ্ব জুড়েই প্রায় লকডাউন চলছে। বাড়ি থেকে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই সময় জমায়েত করা একেবারেই অনুচিত।
প্রশাসন থেকে বারংবার বলা হয়েছে এই বছরে বাড়িতে বসেই নামাজ পড়তে, ইফতার করতে। সেই বার্তাটাই এই মানুষগুলোর কাছে পৌঁছে দিলেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। লকডাউনের জেরে তিনিও আটকে বাড়িতে। তাই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই ওই ২০০টি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মিমি। ইফতারের সামগ্রী দিয়ে সাহায্য করেন। প্রয়োজনের সময় পাশে থাকার কথাও বলেন।
করোনা মোকাবিলায় এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মিমি। করোনা আক্রান্তদের সাহায্যার্থে সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ ও ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা অনুদান দেন তিনি। যাদবপুর লোকসভার অন্তর্গত হাসপাতালগুলিতে করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার জন্য এই টাকাটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হয়েছে।
https://www.facebook.com/itsmimichakraborty/videos/274525326889775/
এছাড়া সোনারপুরের আনন্দ ঘর নামে একটি ফাউন্ডেশনের ১২০ জন বিশেষ ভাবে সক্ষম ও এইচআইভি পজিটিভ শিশুদের জামাকাপড় ও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করেন মিমি। পাশাপাশি ভাইরাল ‘চা কাকু’ মৃদুল বাবুর সারাজীবনের দায়িত্বও নিজের কাঁধে নেন অভিনেত্রী।