মিমির খাবারে চুল! প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার নিদান রসিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিব্যি কাটছিল দিন। প্যারিসে জন্মদিন কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। হঠাৎই কাটল তাল। আন্তর্জাতিক বিমান সংস্থার উপরে তেড়েফুঁড়ে উঠলেন অভিনেত্রী সাংসদ। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে ক্ষমা চাইতে বললেন মিমি। ব্যাপারটা কী?

মিমির নিশানায় এমিরেটস উড়ান সংস্থা। সম্প্রতি সেই সংস্থার বিমানে সফর করছিলেন অভিনেত্রী। মাঝ আকাশেই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি। তাঁর খাবারে চুল পাওয়া যায়। এমন ঘটনার সম্মুখীন হয়ে রীতিমতো বিরক্ত এবং ক্ষুব্ধ মিমি। টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

প্রমাণ স্বরূপ খাবারে থাকা চুলের ছবি শেয়ার করে মিমি লিখেছেন, ‘এমিরেটস আমার মনে হয় আপনারা অনেক বড় হয়ে গিয়েছেন যাত্রীদের ব্যাপারে ভাবার জন্য। খাবারে চুল খুঁজে পাওয়া খুব সন্তোষজনক বিষয় নয় নিশ্চয়ই। আপনাদের সংস্থার কাছে মেইল করেছিলাম, কিন্তু আপনারা উত্তর দেওয়ার বা ক্ষমা চাওয়ারও প্রয়োজন মনে করেননি।’

মিমি আরো জানিয়েছেন, যে খাবারটা তিনি খাচ্ছিলেন তার মধ্যেই ছিল চুলটা। এমন কাণ্ডে ক্ষুব্ধ অভিনেত্রী সাংসদ। কমেন্টেও নানান জন নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, সাংসদই এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাহলে সাধারণ মানুষের কী হবে? কয়েকজন আবার কটাক্ষ করতেও ছাড়েননি। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার পরামর্শও দিয়েছেন কয়েকজন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের জন্মদিন উপলক্ষে প্যারিস ঘুরতে গিয়েছিলেন মিমি। স্বপ্নের ভ্যাকেশনের একের পর এক ছবি শেয়ার করে চলেছেন তিনি। কখনো আইফেল টাওয়ারের সামনে পোজ দিচ্ছেন, কখনো বা ল্যুভর মিউজিয়ামের সামনে বসে ক্যামেরাবন্দি হয়েছেন। মিমির প্যারিস ডায়েরি সুপার ডুপার হিট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গলার কাঁটা হিসাবে বিঁধে রইল চুলের ঘটনা।

সম্পর্কিত খবর

X