মাথায় ঘোমটা দিয়ে জগন্নাথদেবের আরতি, ইস্কনের রথের দড়িতে টান দিলেন মিমি চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ইনস্টাগ্রামে তাঁর ফ‍্যান ফলোয়িং দেখার মতো। ইন্ডাস্ট্রির অন‍্যতম ‘হটেস্ট ডিভা’। আবার এই মিমিরই আরেক রূপ আছে। বিভিন্ন উৎসব পার্বণে সেই রূপে ধরা দেন সাংসদ অভিনেত্রী। মুগ্ধ হন অনুরাগীরা।

পরম ঈশ্বরভক্ত মিমি। শিবরাত্রিতে মহাদেবের আরাধনা হোক বা বাড়ির লক্ষ্মী পুজো সবেতেই অংশ নেন তিনি। ভক্তি ভরে নিয়ম মেনে পুজো করেন। তেমনি দূর্গাপুজোয় কোমরে আঁচল গুঁজে ধুনুচি নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। গতকাল রথযাত্রায় ইস্কনে হাজির ছিলেন মিমি। টান দিয়েছেন রথের দড়িতে।

Mimi Chakraborty Biography Career Family Boyfriend Net worth More
হালকা গোলাপি ফুলছাপ শিফন শাড়ি আর একই রঙের ব্লাউজে সেজেছিলেন মিমি। মাথায় চুল টেনে বাঁধা খোঁপা। কানে ছোট্ট দুল। মিমির ছিমছাম সাজ দেখে চোখ ফেরানো দায়। মাথায় ঘোমটা দিয়ে আরতি করেছেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। তারপর টান দিয়েছেন রথের দড়িতে। রথযাত্রার একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জয় জগন্নাথ!’

https://www.instagram.com/p/CfeNZzmvom1/?igshid=YmMyMTA2M2Y=

এদিন মিমির ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল আরেক ছবি। সেখানে তিনি মায়ের ভূমিকায় অবতীর্ণ। দুই চারপেয়ে ছেলেকে নিয়ে ব‍্যতিব‍্যস্ত। এক ছেলেকে কোলে নিয়ে আরেক ছেলেকে খাওয়াচ্ছেন মিমি। মিমির কথাতেই জানা যায়, তিনি বাড়িতে ছিলেন না বলে ম‍্যাক্স সেদিন খায়নি।

Screenshot 2022 07 02 13 10 08 055 com.instagram.android
এমনকি অদ্ভূত ভাবে অন‍্য কারোর কাছেই খেতে চায়নি। বাধ‍্য হয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে মিমিকে। তিনি এসে ভাত আর মাংস রেঁধে দিলে তবে তাঁর হাতে খেয়েছে ম‍্যাক্স। অন‍্যদিকে সব আদর চলে যাচ্ছে ভেবে এক লাফে মিমির কোলে উঠে গ‍্যাঁট হয়ে বসেছে চিকু। কাঁদো কাঁদো মুখে মিমির বক্তব‍্য, পোষ‍্য দের মা হওয়া সহজ নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর