বাংলাহান্ট ডেস্ক: নওশাদ সিদ্দিকির গ্রেফতারি নিয়ে অশান্ত ভাঙড়। এমনিতেই বিভিন্ন সময়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার দরুন বেশ দুর্নাম আছে এই এলাকার। তার উপর আইএসএফ বিধায়কের মুক্তির দাবিতে একাধিক জায়গায় বেরিয়েছে মিছিল। এবার ভাঙড়ে গিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
অতি সম্প্রতি ভাঙড়ে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী। বিতর্কিত নেতা আরাবুল ইসলামকে পাশে নিয়ে মিমি বলেন, কিছু কিছু মানুষের বদমেজাজের জন্য দুর্নাম রয়েছে। ওই হাতে গোনা কয়েকজন মানুষের জন্য সমগ্র ভাঙড়ের নাম বদনাম হচ্ছে।
তীব্র কটাক্ষ শানিয়ে সাংসদ অভিনেত্রী দাবি করেন, দু তিন জনের জন্য বাইরের মানুষরা বলে যে ভাঙড়ে এই হচ্ছে, ভাঙড়ে ওই হচ্ছে। যদি সত্যিই তেমনি কিছু হত তাহলে কি তাঁরা নির্বিঘ্নে ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেন? মিমির অনুরোধ, কারোর ব্যক্তিগত অ্যাজেন্ডা যেন মানুষের পরিষেবার মধ্যে না আনেন।
প্রসঙ্গত, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি গ্রেফতারের পর নানান জায়গায় আন্দোলন চলছে। এমনকি ধর্মতলায়ও আইএসএফ কর্মী এবং পুলিসের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। সেখানেও গ্রেফতার হয়েছে আরাবুল মোল্লা নামে এক আইএসএফ কর্মী।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে ভাঙড়ে সিপিএমের প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু পুলিস প্রশাসনের তরফে অনুমতি পাওয়া যায়নি। এই ঘটনায় পালটা তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে বাম।
মিমি চক্রবর্তীর প্রসঙ্গে ফিরলে রাজনীতির পাশাপাশি অভিনয়টাও সামলাচ্ছেন একই ভাবে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘মিনি’ এবং খেলা যখন ছবিতে। তারপর একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে মিমির। ছবির সংখ্যা কম হওয়ায় নিন্দুকরা অবশ্য ছেড়ে কথা বলেন না তাঁকে। কিন্তু তাতে কিছুই যায় আসে না মিমির।