“পিরিয়ড হলে ঠাকুরঘরে যাওয়া বারণ”, কারণ ব্যাখ্যা করে নিন্দুকদের একহাত নিলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক : মহিলাদের ঋতুচক্র নিয়ে আজও সমাজে রয়ে গিয়েছে ছুঁতমার্গ। সম্পূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি নিয়ে এই যুগে এসেও মানুষ খোলাখুলি আলোচনা করতে দ্বিধা বোধ করে। উপরন্তু এর সঙ্গে জড়িয়েছে নানাবিধ কুসংস্কারও। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল তাঁকে।

ঋতুচক্রের ট্যাবু নিয়ে সরব মিমি (Mimi Chakraborty)

যুগ এগোনোর সঙ্গে সঙ্গে মানুষও আধুনিক হচ্ছে। বাড়ছে প্রযুক্তির ব্যবহার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো অব্যাহত রয়েছে পুরনো ধ্যানধারণা। অনেক ক্ষেত্রেই জোর করে চাপিয়ে দেওয়া হয় কুসংস্কারের বোঝা। এবার বিষয়টা নিয়ে সুর চড়ালেন মিমি (Mimi Chakraborty)। এতদিন ধরে চলে আসা কুসংস্কারগুলির পেছনে আসলে কারণ কী, সেটাই প্রকাশ্যে এনেছেন তিনি।

Mimi Chakraborty opened up about taboo regarding period

কী বললেন মিমি: এক সাক্ষাৎকারে মিমিকে (Mimi Chakraborty) বলতে শোনা যায়, “পিরিয়ড হলে ঠাকুরঘরে যেতে পারবে না, এটা তো অন্য হিসেবে এসেছিল একসময়।” এরপরেই তিনি বলেন, “মহিলারা ওই সময় সবথেকে বেশি দুর্বল হয়, তাদের বিশ্রাম নেওয়ার জন্য তিন দিন দেওয়া হত। সেটাকে ট্যাবু বলে ঘোষণা করা হয়”।

আরো পড়ুন : সেরা আটে ৪ বাঙালি, বেজে গেল ইন্ডিয়ান আইডল ফিনালের ঘন্টা, কবে হবে সেমি ফাইনাল?

কী বলছেন নেটিজেনরা: মিমি (Mimi Chakraborty) আরো বলেন, বাঙালিরা এটা করে না। কিন্তু অনেক জায়গায় আছে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। এগুলিই সমাজের ছুঁতমার্গ। তবে এসবের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানো উচিত বলে মনে করেন মিমি (Mimi Chakraborty)। তবে অনেকে তাঁর মন্তব্যের বিরোধিতাও করেছেন কমেন্টে।

আরো পড়ুন : আড়াই বছরের পথচলায় ইতি, রাতারাতি আকাশ ভেঙে পড়ল TRP টপার মেগার ভক্তদের মাথায়!

বরাবর স্পষ্টবাদী বলেই পরিচিত মিমি। নিন্দুকদের তোয়াক্কা না করে স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন তিনি। ট্রোলিংয়ে বিশেষ পাত্তা দেন না তিনি। এবারও স্পষ্ট ভাষায় নিজের মতামত প্রকাশ করতেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর