একের পর এক সম্পর্ক ভাঙছে, বিয়ে নিয়ে ভয় ঢুকে গিয়েছে মিমির মনে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চোখের নিমেষে শেষ হয়ে গেল আরো একটা বছর। আজকের দিনটা ফুরোলেই ২০২২। করোনার ভয়ের মধ‍্যেই নিউ ইয়ার (new year) সেলিব্রেশন। নতুন বছর কেমন দিন নিয়ে আসবে সেই চিন্তা রয়েছে অনেকের মনেই। ব‍্যতিক্রম নন মিমি চক্রবর্তীও (mimi chakraborty)। বছরের শেষ দিনে দাঁড়িয়ে ফেলে আসা দিনগুলো আরেকবার ফিরে দেখলেন তিনি।

আনন্দবাজার অনলাইনের হয়ে কলম ধরে মিমি জানালেন, তাঁর একটাই ভয় হয় কাছের মানুষরা যেন হারিয়ে না যায়। ২০২১ এ নিজের দিদিমা ও আদরের পোষ‍্য চিকুকে হারিয়েছেন মিমি। নিজে ভুয়ো ভ‍্যাকসিন কাণ্ডে নাকাল হয়েছেন। তারপরেই গলব্লাডারের সমস‍্যাও ভুগিয়েছে মিমিকে।

কিন্তু খারাপ খবরের পাশাপাশি ভাল খবরও অনেক পেয়েছেন মিমি। বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে ফের রাজ‍্যের ক্ষমতায় এসেছে তৃণমূল। অভিনেত্রী জানান, সে সময়ে অনেকেই নাকি বলেছিলেন যে তিনি গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে বিজেপিতে চলে যাবেন। অনেকে ভেবেছিলেন যে তৃণমূল আর জিততে পারবে না।

কিন্তু বিশ্বাস হারাননি মিমি। তাঁর বক্তব‍্য, ঠাণ্ডা ঘরে বসে না থেকে মাঠে নেমে কাজ করেছেন তাঁরা। ফলাফল অনেকের মুখে ঝামা ঘষে দিয়েছে। রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি অভিনয় কেরিয়ারও অনেক কিছু দিয়েছে মিমিকে। পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ও অরিন্দম শীলের ‘খেলা যখন’ ছবিতে অভিনয় করেছেন তিনি। দুটি ছবিরই মুক্তির জন‍্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিমি।


২০২১ এই তাঁর প্রিয় বান্ধবী, এক সময়ের ‘বোনুয়া’ পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। নিখিল জৈনের সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদ করে যশ দাশগুপ্তের হাত ধরেছেন তিনি। মিমি নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করেন। তিনি কবে করবেন বিয়ে?

রাখঢাক না করেই মিমি জানান, তাঁর মা চান তিনি বিয়ে করুন। তাঁর নিজেরও ইচ্ছা বিয়ে করার। কিন্তু এত বিচ্ছেদ তিনি দেখেছেন যে ভয় ঢুকে গিয়েছে মনে। পাশাপাশি মিমি এও জানান, তাঁর কাজ তাঁকে এত কিছু দিয়েছে যে সম্পর্কের দিকে আর মন দেন না তিনি।

X