সাংসদ মিমি চক্রবর্তী এবার তুলে ধরলেন ধর্ষণ রোধের একমাত্র উপায়

বাংলাহান্ট ডেস্ক: প্রতিনিয়ত দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এই নিয়ে সমাজের বিভিন্ন স্তরে শুরু হয়েছে প্রতিবাদ। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধরণ মানুষ সকলেই সোচ্চার হয়েছে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে। এবার মুখ খুললেন যাদবপুরের সাংসদ তথা মিমি চক্রবর্তী। আইনি ভাবেই সমাজ থেকে ধর্ষণকে সম্পূর্ণ রূপে নির্মূল করার উপায় বাতলেছেন তিনি।

ধর্ষণ এবং মহিলাদের নিরাপত্তার জন্য কড়া আইন তৈরি করার আবেদন জানিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর কথায়, “আমি সংশ্লিষ্ট বিভাগের সব মন্ত্রীদের কাছে অনুরোধ করব একটা কড়া আইন নিয়ে আসার জন্য, যাতে শুধুমাত্র ধর্ষণ নয় মেয়েদের দিকে কুনজরে তাকানোর আগেও একটা ছেলেকে ১০০ বার ভাবতে হয়।“

তবে শুধুমাত্র মিমি নন, সোমবার সংসদে হায়দ্রাবাদের ঘটনার তীব্র নিন্দা করেন সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। তিনি দাবি জানান, ধর্ষকদের সর্বসমক্ষে পিটিয়ে মারা হোক। তাঁর সঙ্গে একমত হয়েছেন মিমিও। তিনি বলেন, “আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার মনে হয় না যে একজন ধর্ষককে নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যাওয়ার বা তার বিচারের জন্য অপেক্ষা করার কোন দরকার আছে।“

Jaya Bachchan PTI 1200

হায়দ্রাবাদে ২৬ বছরের পশুচিকিৎসক প্রিয়াংকা রেড্ডীকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রিয়াঙ্কাকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে জ্বালিয়ে দেয় তারা। এরপরেই প্রতিবাদে উত্তাল হয় গোটা দেশ। নির্যাতিতার মা দাবি করেন, মেয়ের খুনিদের একইভাবে জনসমক্ষে পুড়িয়ে মারা উচিত। এমনকি দুজন অভিযুক্তের মায়েরাও দাবি জানান, তাঁদের সন্তানদের সর্বসমক্ষে পুড়িয়ে মারা হোক।


Niranjana Nag

সম্পর্কিত খবর