ইনস্টাগ্রামে ৩০ লক্ষ ফলোয়ার্স! আত্মহারা হয়ে ব‍্যক্তিগত জীবনের বড় রহস‍্য ফাঁস করলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। অভিনয়, রাজনৈতিক কেরিয়ার সামলে সোশ‍্যাল মিডিয়াতেও দিব‍্যি সক্রিয় থাকেন তিনি। অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ভালবাসেন মিমি। সফলও হয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ৩০ লক্ষ অনুগামীর মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।

আপ্লুত মিমি ইনস্টাগ্রাম স্টোরিতে ধন‍্যবাদ জানিয়েছেন সব অনুরাগীদের। সঙ্গে ছিল এক বিশেষ চমক। অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছিলেন তিনি যেখানে তাঁর ভক্তদের করা প্রশ্নের উত্তর দেন মিমি। অভিনেত্রীকে পেয়ে প্রশ্নের ঝুলি উজাড় করে দিলেন অনুরাগীরা। কারোর প্রশ্ন, মিমির এত ঝলমলে ত্বকের রহস‍্য কী তো কারোর জিজ্ঞাসা, মন খারাপ হলে কী করেন সাংসদ?

a2e39 mimi chakraborty5

একে একে সব প্রশ্নেরই উত্তর দিলেন মিমি। তাঁর বক্তব‍্য, মন খারাপ হলে বিশেষ কিছু একটা করার থাকে না তাঁর। তবে বড্ড বেশি চিন্তা করেন তিনি। আর উলটো পালটা খেয়ে ফেলেন, যা কিনা এমনি সময়ে তিনি ভাবতেই পারেন না। বিশেষ করে মিষ্টিপ্রেমী মিমি মন খারাপ হলেই বেশি বেশি মিষ্টি খেয়ে ফেলেন আর ঘুমান। ব‍্যস, তাতেই সব ঠিক হয়ে যায়।

এদিন নিজের মখমলে ত্বকের রহস‍্যও ফাঁস করেন মিমি। অনুরাগীদের সুন্দর ত্বক পাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে পদ্ধতি ব‍্যবহার করছেন সেটাই করে যান। একদিনে তো আর সুফল মিলবে না। তার জন‍্য সময় লাগবে। একটানা করে যেতে হবে। সুন্দর ত্বকের অন‍্যতম রহস‍্য হল বেশি করে জলপান। তবেই ত্বক আর্দ্র থাকবে। আর সঙ্গে সানস্ক্রিন অপরিহার্য।

Mimi Chakraborty
অভিনেত্রী হন বা সাংসদ, মিমির জনপ্রিয়তা সবক্ষেত্রেই তুঙ্গে। পাশাপাশি নিজের মিউজিক ভিডিও প্রকাশ করছেন তিনি। এদিন মিমি জানান, যদি তিনি অভিনয় বা রাজনীতির জগতে না আসেন তবে নিশ্চয়ই গানের জগতেই যেতেন। গান তানি শেখেননি, কিন্তু সুর তাঁর গলায়। ম‍্যাডোনা তাঁর প্রিয় সঙ্গীতশিল্পী। ছোট থেকেই তাঁকে দেখে গান গাওয়ার ইচ্ছা জাগে মিমির। তাই যদি অভিনয়, রাজনীতি কোনোটাই না হত তবে মিমি ‘পপস্টার’ হতেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর