ইয়াস তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর ব‍্যবস্থা করলেন মিমি, ঘুরে দেখলেন শিবির

বাংলাহান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ (yaas) এর তাণ্ডব থেকে কলকাতা একটুর জন‍্য রক্ষা পেলেও গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে উপকূলবর্তী বেশ কিছু জেলা। মানুষকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। এবার ওই অসহায় মানুষগুলোর জন‍্য ত্রাণ পাঠানোর ব‍্যবস্থা করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)।

বৃহস্পতিবারই এই বিষয়ে প্রশাসনিক বৈঠক সারেন মিমি। ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর জন‍্য কী কী ব‍্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করেন প্রশাসনের কর্তা ব‍্যক্তিদের সঙ্গে। বৈঠক শেষে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গেও কথা বলেন অভিনেত্রী সাংসদ।

898403 mimi chakravarty self quarantine
এই দিনের কর্মসূচীর কিছু ছবি টুইটারে পোস্ট করেন মিমি‌। তিনি লেখেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা … এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি।’

গত বছরেও এই সময়েই বাংলায় আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। প্রচুর ক্ষয় ক্ষতির মুখে পড়েছিল রাজ‍্য। চারিদিকে দুঃখ দুর্দশার ছবি দেখে স্থির থাকতে পারেননি মিমি। নিজের সংসদীয় কেন্দ্রের অন্তর্গত বারুইপুর, সোনারপুর, ভাঙরের মানুষদের কাছে ছুটে গিয়েছিলেন। তাদের দুঃখ কষ্টের কথা শুনে সমাধানের ব‍্যবস্থা করেছিলেন।

অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন মিমি। তাঁর কথায়, দিল্লিতে এমন একজন রাজা বসে রয়েছেন যে কিনি প্রজারা মাথা কুটে মরে গেলেও কিছু করবেন না। করোনার তোয়াক্কা না করে বাংলায় আট দফার নির্বাচন করা নিয়েও কেন্দ্রকে তোপ দেগেছেন মিমি।


Niranjana Nag

সম্পর্কিত খবর