সিকুইন ড্রেস-ফার জ‍্যাকেট, মোহময়ী রূপে লন্ডনের রাস্তায় মিমি! ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহানের পরপর অভিনেত্রী মিমি চক্রবর্তীও (mimi chakraborty) পাড়ি দিলেন লন্ডনে (london)। দুজনেই গিয়েছেন ছবির শুটিংয়ের কাজে। নুসরত করছেন ‘স্বস্তিক সংকেত’ এর শুটিং ও অপরদিকে মিমি পাড়ি দিয়েছেন ‘বাজি’ ছবির বাকি শুটিং টুকু শেষ করার উদ্দেশে।

কিছুদিন আগেই লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি। এবার সেখান থেকেই একটি ছবি (photo) শেয়ার করলেন তিনি। গাড়িতে বসে একটি সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী। সোনালি সিকুইনের টপ, কালো ফার জ‍্যাকেট, চোখে Ray Ban এর রোদচশমা, সব মিলিয়ে রীতিমতো চোখ ধাঁধানো লুকে ধরা দিলেন মিমি।

লন্ডনের হাওয়ায় যে এখন বেশ শীতের আমেজ তা মিমির ক‍্যাপশনেই টের পাওয়া গিয়েছে। ২৭ হাজার লাইক ইতিমধ‍্যেই পড়ে গিয়েছে অভিনেত্রীর ছবিতে। দু দিন আগে আরো একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সবকিছু ঠিক রাখার জন‍্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছিল তাঁকে।

https://www.instagram.com/p/CGMj8v5Asrk/?igshid=q1p2wt7yqxue

https://www.instagram.com/p/CGHbM6zAkrD/?igshid=79glwf2rv6ig

সেই সঙ্গে লন্ডনের রাস্তায় যাওয়ার সময়ও কয়েকটি ভিডিও ও ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন মিমি। লকডাউনের আগে বাজি ছবিরই শুটিং করছিলেন তিনি। তাঁর বিপরীতে এই ছবিতে রয়েছেন জিৎ। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায় বাধ‍্য হয়ে তাঁদের দেশে ফিরতে হয়। এবার ফের ছবির বাকি শুটিং শেষ করার জন‍্য কোমর বেঁধেছেন মিমি ও জিৎ।

অপরদিকে মিমির হাতে রয়েছে আরো দুটি ছবি। ‘SOS Kolkata’ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। এবছরই পুজোয় মুক্তি পাবে ছবিটি। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য্যের বিপরীতে ‘ড্রাকুলা স‍্যার’ ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। এই ছবিও মুক্তি পাবে পুজোয়।

X