বাংলাহান্ট ডেস্ক: পশুপ্রেমীদের কাছে তাদের পোষ্যরাই সন্তানসম। নিজের ছেলে মেয়ের মতো করেই পোষ্যর পরিচয় দেন তারা। ব্যতিক্রম নন অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। দুই পোষ্য চিকু (chickoo) ও ম্যাক্সকেই নিজের ছেলে হিসাবে পরিচয় দিতেন তিনি। কিন্তু চলতি বছরেই মারা গিয়েছে তাঁর বড় ছেলে চিকু। তার অনুপস্থিতিতে মন খারাপ মিমির।
চলতি বছরের শুরুর দিকে মারা গিয়েছে চিকু। ১৫ নভেম্বর তার জন্মদিন বেঁচে থাকলে আজ নয় বছর বয়স হত তার। তাই এই দিনে বড্ড বেশি করে ছেলের কথা মনে পড়ছে মিমির। এদিন ইনস্টাগ্রামে চিকুর সঙ্গে নানান মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে একটি কোলাজ বানিয়ে শেয়ার করেছেন মিমি। সঙ্গে একটি আবেগঘন বার্তা।
তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছেলে। আমি এটা আগে পোস্ট করতে পারিনি। যখনি আমি ভিগিওটা এডিট করতে গিয়েছি আমার হাত কেঁপে উঠেছে। আমি এখনো বিশ্বাস করতে পারি না যে তুমি নেই। কিন্তু আমি জানি তুমি আমাকে দেখো আর সেটা আমি অনুভব করতে পারি। তোমাকে ভালবাসি মাম্মা, আমার সঙ্গে ঘটা শ্রেষ্ঠ জিনিসটা তুমি। শুভ নবম জন্মদিন চিকু।’
চিকুকে নিজের বড় ছেলে হিসাবে পরিচয় দিতেন তিনি। ল্যাব্রাডর চিকু ও ছোট ছেলে সাইবেরিয়ান হাস্কি ম্যাক্স এই দুজনকে নিয়েই ছিল মিমির সংসার। দুই ছেলে যেন নয়নের মণি ছিল মিমির। কয়েক মাস আগে ভ্যাকেশন থেকে ফিরে তাই চিকুর ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে দিশাহারা হয়ে পড়েছিলেন মিমি।
https://www.instagram.com/reel/CWRBx3qIDjV/?utm_medium=copy_link
সোশ্যাল মিডিয়ায় ভাল পশু চিকিৎসকের জন্য অনুরাগীদের শরণাপন্ন হয়েছিলেন। খোঁজ মিলতেই আর দেরি করেননি। চিকুকে নিয়ে রওনা দিয়েছিলেন চেন্নাই। চিকিৎসায় চিকু ভাল সাড়া দিচ্ছিল বলেও জানিয়েছিলেন মিমি।
কিন্তু শেষমেষ হার মানতে হয় তাঁকে। মিমিকে একলা করে দিয়ে তাঁর আদরের চিকু পাড়ি দেয় না ফেরার দেশে। এখনো প্রিয়জনকে হারানোর শোক থেকে বেরোতে পারেননি মিমি। শুধু মাত্র চিকুর ছবি দিয়ে এই মর্মান্তিক সংবাদটা সবাইকে জানিয়েছিলেন মিমি। সব যন্ত্রণা কষ্ট থেকে দূরে চিকু যেন এবার একটু শান্তি পায় এই প্রার্থনাই করেছেন মনে প্রাণে।