বাংলাহান্ট ডেস্ক: একের পর বিপদের মুখে টালমাটাল পরিস্থিতি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর (mimi chakraborty)। চলতি বছরেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাঁর আদরের পোষ্য চিকু। নিজেও কিছুদিন ভুগেছেন শারীরিক ও মানসিক অশান্তিতে। প্রথমে ভুয়ো টিকা গ্রহণ ও তারপর গলব্লাডারের সমস্যায় জেরবার হতে হয়েছিল মিমিকে। এরই আরো দুটো দুঃসংবাদে কার্যত ভেঙে পড়ার অবস্থা হয়েছে অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়ায় মিমি জানিয়েছেন যেকোনো পরিস্থিতিতেই তিনি ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করেন। এই নিয়ে বন্ধুমহলে তাঁর বেশ খ্যাতিও আছে। ঘোর দুঃসময়ের অন্ধকারেও আশার আলোর সন্ধান চালিয়ে যান মিমি। কিন্তু এবার পরপর এমন কিছু পরিস্থিতির সম্মুখীন তিনি হচ্ছেন যে আলোর খোঁজ কোথয় করবেন সেটাই বুঝতে পারছেন না।
মিমি জানিয়েছেন, চলতি বছরেই তাঁর বাবা করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ রয়েছেন তিনি। কিন্তু গত মাসে ঠাকুমাকে হারিয়েছেন মিমি। এমনকি শেষ বিদায়টুকুও জানাতে পারেননি তিনি। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে মিমির তিন মাস বয়সের পোষ্য অসুস্থ হয়ে পড়েছে। উপর্যুপরি আঘাতে ভেঙে পড়ছেন অভিনেত্রী। তবে তাঁর বিশ্বাস, আশার আলো রয়েছে। এখনো তা দেখতে পাচ্ছেন না তিনি। কিন্তু হাল মিমি ছাড়েননি, ছাড়বেনও না।
https://www.instagram.com/p/CQ2sQiUssIi/?utm_medium=copy_link
সম্প্রতি সোশ্যাল অনুরাগীদের জন্য বার্তা দিয়ে মিমি জানান, তিনি এখন সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন আর তাঁর গলব্লাডারের সমস্যাও দ্রুত ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন মিমি। অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন যারা তাঁর জন্য প্রার্থনা করেছেন, যারা করেননি, যারা তাঁর প্রতি সদয় ছিলেন, যারা কটাক্ষ করেছেন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মিমির কথায়, এতে তিনি আরো শক্তিশালী হয়েছেন, আকাঙ্খাও বেড়েছে। এই কদিনে খারাপ সময় কাকে বলে তা তিনি বুঝে গিয়েছেন। শারীরিক ও মানসিক দুই যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁকে। তবে আবারো তিনি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। নেটদুনিয়ার অনুরাগীদের আশ্বস্ত করেছেন মিমি।